Murshidabad Book Fair 2024 বহরমপুরে শুরু বই মেলা । প্রায় ১০০ স্টল

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Book Fair 2024  বুধবার দুপুরে উদ্বোধন হয়ে গেল ৪৪ তম মুর্শিদাবাদ জেলা বই মেলার । ফিতে কেটে বই মেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী Siddiqullah Chowdhury। বহরমপুরের ব্যারক স্কোয়ার ময়দানে এবছর ” ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব”  – এই আঙ্গিকেই মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারের আয়োজনে বই মেলা শুরু হল। উদ্বোধন  পর্বে হাজির ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজর্ষি মিত্র Shri Rajarshi Mitra, IAS , মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব , জেলা গ্রন্থাগার আধিকারিক, সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষাবিদ, বিশিষ্ট জনেরা। বই মেলার উদ্বোধনী মঞ্চ থেকে বই কেনার আহ্বান জানা  মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।

Murshidabad Book Fair 2024  কতো স্টিক এই বই মেলায় ?

Murshidabad Book Fair 2024 গত বছর যেখানে প্রায় ৯০ টি স্টল ছিল মেলায়, সেই সংখ্যা এবছর বেড়ে হচ্ছে ১০০। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত, বহরমপুর ছাড়াও কলকাতা, বীরভূম, বর্ধমান, রাজ্যের বিভিন্ন জেলার স্টল থাকছে মেলায়। নামকরা প্রকাশক থেকে নতুন নতুন পাবলিশার্সররাও বই মেলায় অংশ নিয়েছেন।  প্রথম দিনেই এদিন মেলা প্রাঙ্গণে আনাগোনা থাকে পাঠকদের। বিভিন্ন ধরনের বই নেড়েচেড়ে দেখলেন অনেকেই। স্টল সাজানোর কাজেও ব্যস্ততার ছবি উঠে আসে।

Murshidabad Book Fair 2024 বই মেলা নিয়ে আশাবাদী মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার আধিকারিক মনোঞ্জয় রায়। আগেই তিনি জানিয়েছেন,  ” মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত, বহরমপুর ছাড়াও কলকাতা, বীরভূম, বর্ধমান, রাজ্যের বিভিন্ন জেলার স্টল থাকবে মেলায়। প্রতিদিন থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন। ১ কোটি ৩৫ লক্ষ্য টাকার বই বিক্রি হয়েছিল ২৩ এর বই মেলায়। ২০২৪ এ সেই রেকর্ড ভাঙবে আশা রাখছি”।