Murshidabad Book Fair 2024 কবে থেকে শুরু হচ্ছে মুর্শিদাবাদ জেলা বইমেলা?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Book Fair 2024 সাহিত্য, উপন্যাস থেকে ভুতের গল্প, ইংরেজি নোভেল থেকে ছোটদের বই- আট থেকে আশি সবার জন্য পছন্দের বই নিয়ে বসে বই মেলা। শীতের আমেজে শহর বহরমপুরে বই মেলা যেন মিলন মেলার রূপ নেয়। প্রতি বছর বহরমপুরে বইমেলায় ভিড় জমে পাঠকদের। মুর্শিদাবাদ জেলা বইমেলার এবছর ৪৪ তম বর্ষ। ব্যারাক স্কোয়ার ময়দানে মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার এই মেলার আয়োজন করে। এবছর বহরমপুরে কবে থেকে শুরু হচ্ছে মুর্শিদাবাদ জেলা বইমেলা? আর কতদিন অপেক্ষা করতে হবে বই প্রেমীদের?

Murshidabad Book Fair 2024 অপেক্ষা আর মাত্র কটা দিনের।  এবছর মুর্শিদাবাদ জেলা বইমেলা শুরু হচ্ছে ১১ই ডিসেম্বর থেকে। মেলা চলবে ১৭ ই ডিসেম্বর অব্ধি। এবারেও বইমেলার অঙ্গ হিসেবে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। দেশ বিদেশের প্রকাশনী সংস্থার স্টল থাকবে এবারেও। গতবছর অর্থাৎ ২০২৩ সালে বই মেলায় মোট ৭৫ টি প্রকাশক এসেছিলেন। রেকর্ড সংখ্যক বই বিক্রি হয়েছিল মেলায়। বিক্রি হয়েছিল ২ কোটি টাকার বই! এবারেও সেই প্রত্যাশা নিয়েই শুরু হওয়ার অপেক্ষায় মুর্শিদাবাদ জেলা বই মেলা। নামকরা প্রকাশক থেকে নতুন নতুন পাবলিশার্সররাও বই মেলায় আসেন, আসবেন এবারেও। নতুন বইয়ের স্বাদ নিতে বই মেলায় পাঠকদের ভিড় হবে বলেই আশা রাখছেন উদ্যোক্তারা।