Murshidabad Bomb Recovery দৌলতাবাদ থানার গিরিনগর এলাকায় প্রাথমিক স্কুলের পাশে কলাবাগান থেকে উদ্ধার বালতি ভর্তি সকেট বোমা। বৃহস্পতিবার সকালে বাগান মালিক বাগানে কলা আনতে গিয়ে বালতি ভর্তি সকেট বোমা দেখতে পান। বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দৌলতাবাদ থানার পুলিশ। ঘটনাস্থলে পাহারায় রাখা হয় পুলিশ কর্মীদের। খবর পেয়ে এদিন দুপুরে বালতি থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড।
প্লাস্টিকের বালতি ৫টি সকেট বোমা রাখা ছিল বলে পুলিশ সূত্রে খবর। কে বা কারা বোমা মজুত করেছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।