Murshidabad সাগরপাড়ার পর এবার শহর মুর্শিদাবাদ! বোমা বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা। চমকে উঠলেন এলাকাবাসীরা! ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ পৌরসভার Murshidabad Municipality অন্তর্গত ৮ নম্বর 8 No Ward ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীতে। প্রথমে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অনুমান করলেও পরে সামনে আসে সকেট বোমা বিস্ফোরণের ঘটনা। স্থানীয় এক বাসিন্দা ফরিদ সেখের বাড়িতে বিস্ফোরণ হয়েছে বলেই স্থানীয় সূত্রে জানা যায়। ছুটে আসেন আশেপাশের লোকজন। এলাকাবাসী দুলু সেখন বলেন, ” ভয়ঙ্কর আওয়াজ। বুক কেঁপে ওঠে। বোমা বাঁধতে গিয়েই ফেটে গিয়েছে”।
Murshidabad ঘটনাকে ঘিরে দানা বাঁধছে রহস্যের
Murshidabad প্রশ্ন উঠেছে বন্ধ দরজার আড়ালে হত কী? তাহলে কি বোমা বাঁধার কাজই হত ফরিদ সেখের বাড়িতে? কবে থেকে চলছিল এই অসামাজিক কাজ? কাদের মদতে চলছিল এই কারবার? এলাকাবাসী বিশ্বজিৎ মণ্ডল জানান, বাড়ির দরজা বন্ধই থাকত সবসময়। সন্দেহ হলেও সেভাবে কোনদিন ভেবে দেখে নি কেউ। আজ আচমকাই বিশাল আওয়াজ হয়। সামনে আসে আসল ঘটনা”।
Murshidabad বিস্ফোরণের জেরে গুরুতর আহত হন বাড়ির মালিক ফরিদ সেখ। বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে সকেট বোমার খোল, বিস্ফোরণের চিহ্ন। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। পাড়ার বাসিন্দা থেকে দোকানদার চোখে মুখে আতঙ্কের চাপ সকলের।
Murshidabad ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ
Murshidabad আহতকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘিরে রাখা হয় গোটা বাড়ি। গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদ চালানো হয় এলাকাবাসীদেরও। তদন্তে নামে মুর্শিদাবাদ থানা। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও এবং এসডিও।
Murshidabad অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে ভর সন্ধ্যায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন রামকৃষ্ণপল্লির বাসিন্দারা। এলাকায় অসামাজিক কাজকর্ম কেন? এই প্রশ্নে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। পরিস্থিতি আয়ত্তে আনতে আসে পুলিশ।