এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad BLO রাতেই কাজ শেষ কীভাবে ? কান্দিতে প্রতিবাদ বিএলওদের

Published on: December 11, 2025
Murshidabad BLO

Murshidabad BLO  কান্দিতে বিপাকে বিএলওরা। তাদের দাবি,  রাতের মধ্যেই অ্যাপে আপলোড করতে হবে মিস ম্যাচ ফর্মের কারেকশন কপি। এত ফর্ম আপলোডের সময় কোথায় ? প্রশ্ন তুলে কান্দির বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন বিএলওরা ( Booth Level Officer) ।   সমস্যা সমাধানে এবার বিডিও-র দারস্থ বিএলওরা। বৃহস্পতিবার কান্দির বিডিওকে ডেপুতেশন দেন বিএলওরা।

আরও পড়ুনঃ Murshidabad BLO: এসআইআরে আলোক বর্তিকা দুই বিএলও

Murshidabad BLO কী বলেছেন বিএলওরা ?

কান্দির এক  বিএলও আইনাল হক  বলেন, ফর্ম সাবমিট করার পরেও ইসিআই-এর তরফ থেকে প্রায় প্রতিটি বুথেই বেশকিছু যায়গায় কয়েকশো করে জমা হওয়া এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। বলা হচ্ছে, বৃহস্পতিবার রাতে  ১১ টা ৫৯ মিনিটের মধ্যে রি-ভেরিফাই করে জমা করতে হবে। সর্ভারে সমস্যা চলছে। খুব অল্প সময়ে এত কাজ করা সম্ভব নয়। এদিন যদিও কান্দির বিডিও , বিএলওদের অনুরোধ করেন সময়ের মধ্যে যতটা সম্ভব কাজ শেষ করার। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হন বিএলওরা ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now