Murshidabad Blast মুর্শিদাবাদ- বাংলাদেশ সীমান্তের Bangladesh–India border কাছের এই অখ্যাত গ্রাম আজ খবরের শিরনামে। একটি ঘটনায় কার্যত রাতের ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। মুর্শিদাবাদের সাগরপাড়ার Sagarpara Police Station খয়েরতলা গ্রাম। এখানেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। যে ঘটনার পর কেটেছে একটা দিন। কিন্তু মানুষের মনে উৎকন্ঠা আর আতঙ্ক যেন কাটছেই না।
Murshidabad Blast কী হয়েছিল রবিবার ? মাঝরাতে কেঁপে উঠল গ্রাম। ৩ জনের প্রাণ গেল । কী বাঁধা হচ্ছিল ?
Murshidabad Blast মঙ্গলবারের সকালেও দফায় দফায় এলাকায় আসে পুলিশ। থমথমে গোটা এলাকা। ঘটনাস্থল এখনও তদন্তের স্বার্থে দড়ি দিয়ে ঘেরা। প্রহরায় পুলিশ কর্মীরা। এই এলাকাই রবিবার মাঝরাতে কেঁপে ওঠে বিস্ফোরণের বিকট আওয়াজে। প্রাণ যায় তিন জনের। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির ছাদ! সোমবার দিনভর দফায় দফায় মেটাল ডিটেক্টর দিয়ে চলে তল্লাশি। আসে বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড। কারণ উদ্ঘাটনে তদন্ত চলছেই, সব নিয়েই আতঙ্কের প্রহর গুনছে খয়েরতলা।