Murshidabad Blast শীতের রাতে তাড়াতাড়িই ঘুমিয়ে গিয়েছিলেন গ্রামের মানুষ। রাত এগারোটা নাগার বিকট শব্দে ভাঙল ঘুম। গ্রামের মানুষ উঠে দেখলেন, প্রবল বিস্ফোরণে ভেঙে গিয়েছে একটি বাড়ির ছাদ। চারপাশে ছিন্নভিন্ন দেহ। স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। সেই বোমা ফেটেই বিস্ফোরণ। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
Murshidabad Blast ঠিক কী হয়েছিল ?
মুর্শিদাবাদের সাগরপাড়া থানা Sagarpara Police Station খয়েরতলা গ্রামে গতকাল রাতে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে প্রচন্ড শব্দে বিস্ফোরণে তিনজন গুরুতর জখম হন। জখমদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে Murshidabad Medical College Hospital ভর্তি করা হয়। একজন ঘটনাস্থলেই মৃত্যু হয় বাকি দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর মৃত্যু হয়। প্রাথমিকভাবে অনুমান বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ এ জখম হন ।যদিও মৃতের পরিবারের বক্তব্য বাইরে থেকে তাদের লক্ষ্য করে বোমা মারা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।
Murshidabad Blast রাত থেকেই গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। গ্রামের বাসিন্দারা জানান, শীতের রাতে সকলে ঘুমিয়ে গিয়েছিলেন। সেই সময় বিকট শব্দে ঘুম ভাঙে বেরিয়ে এসে দেখেন অনেকে গুরুতরভাবে আহত হয়েছে। রক্তাক্ত অবস্থা। আহতের কোনমতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। রাতেই গ্রামে আসে পুলিশ।