Murshidabad টার্গেট ২৬ ! মুর্শিদাবাদে জনসভায় মমতাকে Mamata চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু Suvendu Adhikari

Published By: Imagine Desk | Published On:

Murshidabad মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার সপ্তাহ না ঘুরতেই মুর্শিদাবাদের মাটিতে সভা বিরোধী দলনেতা Suvendu Adhikari শুভেন্দু অধিকারীর। শনিবার মুর্শিদাবাদে জনসভায় এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ গড়ার ডাক দিয়ে এদিন জনসভার আয়োজন করে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি। সেখানেই মঞ্চ হোক বা সাংবাদিকদের মুখোমুখি- শুভেন্দু একযোগে তীব্র আক্রমণ করলেন মমতাকে। ২৬ এর বিধানসভা ভোটে মমতাকে আবারও হারানোর চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু। বললেন ” মাননীয়া মুখ্যমন্ত্রী যাকে ২০২১ এ নন্দীগ্রামে ১, ৯৫৬ ভোটে হারিয়েছিলাম, আমি শুধু হিন্দু ভোটে ওনাকে হারিয়েছি। আবার হারাব ২০২৬ সালে। উনি দাঁড়ান যেখানে, আবার হারাব হিন্দু ভোটারকে ঐক্যবদ্ধ করে”।

Murshidabad গত ২০ শে জানুয়ারি শহর মুর্শিদাবাদেই সভা করেছেন মুখ্যমন্ত্রী CM Mamata Banerjee। প্রশাসনিক সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ” ভোটের সময়ের পাহারাদার নই। ৩৬৫ দিনের পাহারাদার”। সেই সভা প্রসঙ্গ টেনেও এদিন কড়া সমালোচনায় সরব শুভেন্দু। তাঁর কটাক্ষ- “মুর্শিদাবাদে নদী ভাঙনের কথা বলেন নি, রেজিনগরে শিল্প তালুকের কথা বলেন নি, লক্ষ লক্ষ ছেলে কেন পরিযায়ী শ্রমিক, তাদের কী করে ফেরান হবে সেই কথা বলেন নি। ”

Murshidabad এদিন সভা মঞ্চেও শুভেন্দু ছিলেন আক্রমনাত্বক। নিশানায় তৃণমূল। একদিকে এন আর সি- নিয়ে অপপ্রচার, অন্যদিকে কাঁটাতাঁরের বেড়া দিতে বিএসএফকে জমি না দেওয়ার অভিযোগ-বক্তৃতায় দীর্ঘ অভিযোগের তালিকা। মুর্শিদাবাদের একাধিক তৃণমূল বিধায়ক, জনপ্রতিনিধিও থাকেন শুভেন্দুর নিশানায়।

Murshidabad মমতার সভার পরেই শুভেন্দুর সভা মুর্শিদাবাদে। নবাবি শহরে এদিন সকাল থেকেই উন্মাদনা ছিল বিজেপি কর্মীদের। মুর্শিদাবাদ রেল স্টেশন সংলগ্ন স্থানে সভা স্থলেও ছিল ভিড়। শুভেন্দুর সাথে ছিলেন মুর্শিদাবাদ ও বহরমপুরের দুই বিধায়কও। সব নিয়েই বছরের শুরুতেই শুভেন্দুর সভা কি বাড়তি অক্সিজেন যোগাল বিজেপির অন্দরে? প্রশ্ন উঠছে। একই সাথে ২৬ এর আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করেই কি ময়দানে নামছে বিজেপি? গুঞ্জন ওয়াকিবহাল মহলে।