Murshidabad BJP বহরমপুরে বাসের মাথায় কেন বিজেপি কর্মীরা !

Published By: Imagine Desk | Published On:

Murshidabad BJP অভিযোগ দেশ বিরোধী মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় Shri Kalyan Banerjee । সংসদে তৃণমূল সাংসদের মন্তব্যকে  ‘হাতিয়ার’ করে বহরমপুরেও রাস্তায় বিজেপি Bharatiya Janata Party । বুধবার দুপুরে বহরমপুরে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে তুমুল বিক্ষোভ বিজেপির। বাসের মাথায় উঠে বিক্ষোভ দেখান  বিজেপি কর্মীরা । তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের  মন্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি জানিয়ে বিজেপি পথে নেমে স্লোগান দেয় । বিজেপির দাবি, তৃণমূলের নেতারা দেশ বিরোধী মন্তব্য করছেন। তার প্রতিবাদেই এদিন বহরমপুরে হয় বিজেপির কর্মসূচী। বহরমপুর ব্রিজের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। প্রায় ৩০ মিনিট চলে অবরোধ। অবরোধ চলাকালীন বাসের মাথায় উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। যদিও পরে তাঁদের বাসের ছাদ থেকে নামায় পুলিশ।

Murshidabad BJP ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত আলোচনায় কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের ভাষণের সেই অংশ সমাজমাধ্যমে পোস্ট করে আক্রমণ শুরু করেছে  বিজেপি। পাক অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ’ (স্বাধীন) বলে লোকসভায় উল্লেখ করলেও পরে সে অবস্থানে অনড় থাকতে পারেননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তাঁর দাবি, বিজেপি তাঁর তোলা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না বলে ‘ভুল’ ধরছে।