Murshidabad Bhawan কলকাতার বুকে অল্প খরচে ভালোভাবে থাকার ঠিকানা পেতে চলেছেন মুর্শিদাবাদবাসী। দীর্ঘ প্রতিক্ষার পর উদ্বোধন হতে চলেছে মুর্শিদাবাদ ভবনের । কলকাতার নিউটাউনে New Town, Kolkata মুর্শিদাবাদ জেলা পরিষদের ভবন- এই মুর্শিদাবাদ ভবনের পথ চলা শুরু হবে ৮ ই নভেম্বর। ভবনটিতে রয়েছে ডরমেটারি, ডবল বেডরুম, ট্রিপল বেডরুম, দুটি কনফারেন্স হল। সামনে এসেছে মুর্শিদাবাদ ভবনের এক্সক্লিউসিভ ছবি। এই ঘরগুলির পরিষেবা নেবার জন্য prdtourism.wb.gov.in ওয়েব সাইটে গিয়ে log in করে বুকিং করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধন করবেন সাংসদ জানাব ইউসুফ পাঠান, খলিলুর রহমান, আবু তাহের খান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জমান এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা।
Murshidabad Bhawan কীভাবে হবে বুকিং ? কতো ভাড়া ?
Murshidabad Bhawan কোলকাতার নিউটাউনে ১০ কাঠা (৬৬৯ বর্গমিটার) জায়গায় তৈরী হয়েছে মুর্শিদাবাদ ভবন। মুর্শিদাবাদ ভবনের প্ল্যান অনুমোদন করে নির্মান কাজ শুরু হয় ২০২০ সালে । নির্মান কাজটি শেষ হয় ২০২২ সালে এবং ২০২৩ সালে নির্মিত বিল্ডিংটি মুর্শিদাবাদ জেলা পরিষদকে হস্তান্তর করে WBHIDCO Ltd ।
এরপর মুর্শিদাবাদ জেলা পরিষদ অন্যান্য কাজগুলি সম্পূর্ন করে ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে ।৷ ভবনটিতে ছয় বেডের ডরমেটারির সংখ্যা চারটি (তিনটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য), ডবল বেডের (ডিলাক্স ) ঘরের সংখ্যা দশটি, ট্রিপল বেডের (এক্সিকিউটিভ রুম ) ঘরের সংখ্যা দুটি এবং রয়েছে দুটি কনফারেন্স হল। ডবল বেডের ঘরের ভাড়া ১০০০/- টাকা এবং ডবল বেডের রুম ভাড়া ৭০০/- টাকা এবং ডরমেটারি জন পিছু ৩০০/- টাকা । এই ঘরগুলির পরিষেবা নেবার জন্য prdtourism.wb.gov.in ওয়েব সাইটে গিয়ে বুকিং করতে হবে ।