সম্প্রীতির “বেড়া উৎসবে” আলোর রোশনাইয়ে ভাসল মুর্শিদাবাদ
Murshidabad Bera Utsav 2025 ভাগীরথীর বুকে আলোর ঝলকানি। আলো ঝলমলে মুর্শিদাবাদের ওয়াসেফ মঞ্জিল প্যালেস। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে জ্বলে উঠল সোনা ও রুপোর প্রদীপ। প্রায় পাঁচ বছর পর ঐতিহ্যের বেড়া উৎসবে Bera Utsav আলোর রোশনাইয়ে ভাসল নবাবী মুর্শিদাবাদ।
Murshidabad Bera Utsav 2025 ১১ সেপ্টেম্বর বেড়া উৎসবকে ঘিরে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল মুর্শিদাবাদ। ঐতিহ্যের বেড়ায় বেরঙের কাগজ, মোমবাতি, প্রদীপ দিয়ে সুসজ্জিত করে জল দেবতাদের উদ্দ্যেশ্যে নদীতে ভাসিয়ে দেওয়া হল ভেলা। কলা গাছের ভেলার ওপর বাঁশ দিয়ে ময়ূরপঙ্খীর কাঠামো তৈরি করে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে তা সাজিয়ে তোলা হল। অপূর্ব সেই মুহূর্তের সাক্ষী থাকলেন কাতারে কাতারে দর্শনার্থীরা।
Murshidabad Bera Utsav 2025 মুর্শিদাবাদ শহরে ওয়াসেফ মঞ্জিলে ঐতিহ্যপূর্ণ বেড়া উৎসব ঘিরে জনজোয়ার প্রায় পাঁচ বছর পর। বৃহস্পতিবার রাতে আলো ঝলমলে হয়ে উঠল হাজারদুয়ারী প্যালেস থেকে ইমামবাড়া, ওয়াসেফ মঞ্জিল। সম্প্রীতির বেড়া উৎসব এলেই এক দিনের জন্য খুলে দেওয়া হয় এই নিউ প্যালেসটি। পশ্চিমবঙ্গ বিচার বিভাগ , মুর্শিদাবাদ এস্টেট লালবাগ এস্টেট ম্যানেজারের করণের পরিচালনায় বেড়া উৎসব এবারও পেল আলাদা মাত্রা। উৎসবের আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিচার বিভাগীয় আধিকারিক, জেলা পুলিশ প্রশাসনিক আধিকারিক থেকে মুর্শিদাবাদের সাংসদ, একাধিক বিধায়ক, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছোট নবাব রেজা আলী মির্জা, নবাব পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় সেহেরা প্রদান অনুষ্ঠান।
Murshidabad Bera Utsav 2025 বেড়া ভাসানকে ঘিরে মুর্শিদাবাদবাসীর সাথে জড়িয়ে রয়েছে এক আবেগ। কথিত আছে নবাবরা দিল্লীর দরবারে যেতেন গঙ্গাবক্ষ দিয়েই। অনেক সময় জল দস্যুদের আক্রমণ, দুর্ঘটনার মুখেও পরতে হত। সেই থেকেই জল দেবতাকে তুষ্ট করতে শুরু হয় বেড়া ভাসান।নবাবদের আমল থেকেই হয়ে আসছে এই আলোকদান উৎসব। প্রতি বছর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার জন প্লাবনে কানায় কানায় ভর্তি হয়ে ওঠে ভাগীরথীর পার। এবছরেও যার ব্যক্তিক্রম হল না। সম্প্রীতি ও খুশির আবহ নিয়ে বেড়া উৎসবে মেতে উঠলেন এলাকাবাসীরা। দূর দূরান্ত থেকে পর্যটকরা এলেন মুর্শিদাবাদে। নতুন করে এত বছর পর বেড়া উৎসব ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস।