Murshidabad গত ২২ শে মে, ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদে গিয়ে নতুন মহকুমা গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের সুবিধার জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হচ্ছে। সেই অনুযায়ী, নতুন মহকুমা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে ফরাক্কা। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Murshidabad সূত্রের খবর, জঙ্গিপুর মহকুমার অন্তর্গত চারটি ব্লক, যথাক্রমে ফরাক্কা, সুতি ১ এবং ২ ও সামশেরগঞ্জকে জুড়েই এই নতুন মহকুমার তৈরির জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। ফরাক্কা মহকুমা তৈরি হওয়ার জেরে পুলিশি কাজ পরিচালনার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে। পাশাপাশি, গোটা মহকুমা স্তরেই প্রায় ১০৯টি নতুন পদও তৈরি করা হয়েছে। বৈঠকে সেই বিষয়টিতেও সায় দিয়েছে মন্ত্রিসভা। আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাকে মজবুত করতেই এই নয়া মহকুমা গঠনের সিদ্ধান্ত সরকারের এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
Murshidabad এত দিন মুর্শিদাবাদ জেলায় পাঁচটি মহকুমা ছিল— বহরমপুর, কান্দি, লালবাগ, ডোমকল ও জঙ্গিপুর। নতুন মহকুমা হবে ফরাক্কা। ভবিষ্যতে সামসেরগঞ্জে সেই মহকুমার কার্যালয় গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তার ফলে ফরাক্কা এবং সুতির বাসিন্দাদের প্রশাসনিক সুবিধা হবে। যদিও ফরাক্কা থেকে জঙ্গিপুরের দূরত্ব প্রায় ৬০ কিমি। সামসেরগঞ্জ মহকুমা কার্যালয় হলে ফরাক্কাবাসীকে প্রশাসনিক কাজে মাত্র ১৫ কিমি রাস্তা পেরোতে হবে।