Murshidabad beedi : হাসি বিড়ি মালিকদের মুখে, শ্রমিকদের সুখ কবে?

Published By: Imagine Desk | Published On:

Murshidabad beedi – নিজস্ব প্রতিনিধিঃ বিড়ি শিল্পে কমল জিএসটি GST । স্বস্তি বিড়ি মালিকদের।  কিন্তু এতে কি লাভ হবে বিড়ি শ্রমিকদের ? উঠছে প্রশ্ন  কেন্দ্র ও রাজ্য বাজেটের দিকে আগে হাঁ করে টিভিতে তাকিয়ে থাকতেন সবাই। বিড়ি শ্রমিকদের দিন আনি দিন খাওয়া হাল। তা করলে তাঁদের চলত না। টানাটুনির সংসারে সেটুকু অবসরও নেই। বেশ কয়েক বছর হল জিএসটি ব্যবস্থার উদয় হয়েছে। তাতেই দিল্লিতে দুদিনের জিএসটি বৈঠকের প্রথম দিনে (বুধবার) ঘোষণা হল জিএসটি কর কাঠামো সংশোধনের। এক ধাক্কায় অনেকগুলি দ্রব্যের উপর জিএসটি বা সোজা কথায় কর কমানো হল।  তবে বেড়েছে তামাক দ্রব্যের উপর কর। সিগারেট সহ অন্যান্য তামাক দ্রব্যের উপর জিএসটি ২৮ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। তবে বিড়ি শিল্পে কমেছে জিএসটি। Murshidabad beedi   আগে বিড়িতে beedi  ২৮ শতাংশ জিএসটি নেওয়া হতো। এবার থেকে তা কমে হতে চলেছে ১৮ শতাংশ। বিড়ি তৈরির জন্যে কেন্দু পাতার ব্যবহার করা হয়। তাতে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। তাতেই খানিকটা হলেও খুশির হাওয়া বিড়ি মালিকদের  মনে। তবে কী হবে শ্রমিকদের ? শ্রমিকরা জানতে চাইছেন,  এতে কি বিড়ি শ্রমিকদের মজুরি আদৌ বাড়বে? 

Murshidabad beedi  ওরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রাজকুমার জৈন বৃহস্পতিবার বলেন, ” এখনও বিড়ির উপর জিএসটি কমেনি। নভেম্বরের মাঝামাঝি থেকে এটা লাগু হবে বলে আমরা প্রত্যাশা করছি। তামাক দ্রব্যের উপর ৪০ শতাংশ জিএসটি বিড়ির উপর লাগু হতে পারে ভেবে আশঙ্কা ছিল। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ” । তবে  এতে বিড়ি শ্রমিকদের মজুরি কি বাড়বে? প্রশ্নের সরাসরি উত্তর দেন নি তিনি। তাঁর দাবি,  শ্রমিকরা নয়া জিএসটির ফলে  উপকৃত হবেন। মহিলারা বাড়িতে বসে বিড়ি বাঁধেন। তাঁরা উপকৃত হবেন।

Murshidabad beedi উল্লেখ্য, চাউর হয়েছিল, তামাক দ্রব্যের উপর লাগু হচ্ছে ৪০ শতাংশ জিএসটি। যাতে বাড়বে বিড়ি শিল্পে উৎপাদন খরচ। চিন্তিত ছিলেন রাজ্যের বিড়ি শ্রমিকরা । দুশ্চিন্তায় ছিলেন মুর্শিদাবাদের ১১ লাখ বিড়ি শ্রমিক। তাতে কেন্দ্রীয় সরকারের নেক্সট জেনারেশন জিএসটি সংস্কারের বিপক্ষে একজোট হয় কংগ্রেস সাংসদ ও তৃণমূলের বিড়ি মালিক সাংসদরা। এক সুরে কথা বলেন বিড়ি মালিক ও বামপন্থী বিড়ি শ্রমিক সংগঠনের নেতারাও।

Murshidabad beedi তবে বিড়ি মহল্লায় কাজ পাতলে শোনা যাচ্ছে, নয়া জিএসটিতে শ্রমিকদের লাভ হওয়ার নয়।

Murshidabad beedi মুর্শিদাবাদ জেলায়   বিড়ি শ্রমিকদের বর্তমান মজুরি  এক হাজার বিড়ি পিছু ২০২ টাকা।  অথচ সরকার ঘোষিত ন্যুনতম মজুরি ২৬৭ টাকা।   গত বছর সেপ্টেম্বর মাসে শেষ বারের মতো  শ্রমিকদের মজুরি বেড়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে হয়েছিল মজুরি  চুক্তি। ২০২৪ সালের  ১ নভেম্বর থেকে কার্যকর  হয় সেই চুক্তি । সেবার  মাত্র ২৪ টাকা মজুরী বাড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৭৮ টাকার মজুরি বেড়ে হবে   ২০২ টাকা। তার আগে   দীর্ঘ ৩ বছর একই মজুরিতে কাজ করছিলেন বিড়ি শ্রমিকরা। সেই অভিজ্ঞতা থেকেই  ২০২৫’এ নতুন চুক্তির আশাও দেখছে না বিড়ি মহল্লা। নতুন চুক্তির দাবীতে পথে নামতে দেখা যায় নি বিড়ি শ্রমিকদের সংগঠনগুলিকেও।

আরও পড়ুনঃ Murshidabad News বিড়ি মালিকদের পাশে তৃণমূল, কংগ্রেস, সিপিএম