Murshidabad Bangaleshi বাংলাদেশী সাব কীভাবে ভারতীয় ভোটার ? উঠছে প্রশ্ন

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Bangaleshi  শুধু ভোটার লিস্টে নাম তোলাই নয়। কেরালা থেকে জঙ্গি সন্দেহে ধৃত বাংলাদেশী মহম্মদ সাব সেখের নাম রয়েছে দুই যায়গার ভোটার লিস্টে। দুটি পৃথক ভোটার তালিকায় পৃথক পার্ট নম্বর সিরিয়াল নম্বরে নাম থাকলেও মহম্মদ সাব সেখের ভোটার কার্ডের নম্বর একটিই।

Murshidabad Bangaleshi  কিন্তু কীভাবে মুর্শিদাবাদের  ভোটার লিস্টে নাম উঠেছিল বাংলাদেশের নাগরিক মহম্মদ সাব সেখের ?

জানা গিয়েছে, ২০২১ সালে মুর্শিদাবাদের নওদা বিধানসভার Naoda Assembly constituency দুর্লভপুর বুথে প্রথম বারের মতো মহম্মদ সাব সেখের নাম ভোটার তালিকায় ওঠে। কিন্তু বাংলাদেশী সাবের নাম কীভাবে উঠল ভোটার তালিকায় ? তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনও। নওদা ব্লকের বিডিওর কাছে তলব করা হয়েছে রিপোর্টও।

Murshidabad Bangaleshi  ২০২১ সালে বিধানসভা নির্বাচনে Assembly Election West Bengal 2021 নওদার ভোটার ছিল সাব। তবে ২০২৩ সালে সে ভোটার তালিকায় নাম এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে নিয়ে আসার আবেদন জানায়। এরপর হরিহরপাড়া বিধানসভার কেদারতলা বুথের ভোটার হন সাব সেখ।   তবে দুই কেন্দ্রের ভোটার লিস্টেই নাম রয়েছে বাংলাদেশী জঙ্গি সন্দেহে ধৃত সাব সেখের। যা দেখে তাজ্জব বনছেন অনেকেই। প্রশাসন সূত্রে খবর, সাব সেখের নাম নওদার ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

Murshidabad Bangaleshi  সূত্রের খবর মহদ্দ সাব সেখের আসল নাম মহম্মদ শাব রাডি। আসাম এসটিএফ সূত্রের খবর ওই ব্যক্তি আনসারুল্লা বাংলা টিমের সদস্য। প্রায়   ১০ বছর আগে হরিহরপাড়ায়  ঘাঁটি গেড়েছিল ওই ব্যক্তি। সেখানে রয়েছে তাঁর আত্মীয়দের বাড়ি। হরিহরপাড়া থেকে সে  নওদার দুর্লভপুরে, পিসির বাড়িতে চলে যায়। সেখানেই পোশাকের দোকান খোলে। এরপর ছাগলের ফার্মও খুলেছিল শাব সেখ। এরপর পরিযায়ী শ্রমিকে কাজ নিয়ে চলে যায় কেরালায়। ১৮ ডিসেম্বর সেখান থেকেই তাঁকে গ্রেফতার করেছে এসটিএফ।