Murshidabad Awas আবাস তালিকা থেকে বাদ মুর্শিদাবাদের প্রায় ৩০ শতাংশ নাম   

Published By: Imagine Desk | Published On:

Murshidabad Awas  মুর্শিদাবাদ জেলায় আবাস তালিকায় বাদ গেল ৩০  শতাংশ নাম। জেলার ২৬টি ব্লকের মধ্যে বেলডাঙা ১, বহরমপুর, ডোমকলের  মতো বেশ কয়েকটি ব্লকে বেশী উপভোক্তার নাম বাদ গিয়েছে তালিকা থেকে । উপভোক্তাদের খসড়া  তালিকা টাঙানো হয়েছে ব্লক অফিসে, এসডিও অফিস, জেলা শাসক অফিস এবং সরকারি ওয়েব সাইটে। murshidabad.gov.in ওয়েব সাইটে রয়েছে খসড়া তালিকা।

Murshidabad Awas আবাস যোজনায় কী ছবি মুর্শিদাবাদে ?

মুর্শিদাবাদ জেলায় আবাস যোজনার প্রাথমিক তালিকায় নাম ছিল ২ লক্ষ ৯৪ হাজার ৭৮৬ জনের। এর মধ্যে  মোট তথ্য যাচাই হয়েছে  ২ লক্ষ  ৭০ হাজার ৯৯৫ জনের। বাড়ি পাওয়ার যোগ্য ৭০.১০ শতাংশ। নিষ্ক্রিয় উপভোক্তা- ৪০২০  তথ্য যাচাই জারি আছে ২৩৭৯১ । বাদ পড়েছে প্রায় ৩০ শতাংশ নাম।

 

Murshidabad Awas এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন ব্লকের পরিসংখ্যান।  বহরমপুর ব্লকে Berhampore Block  ২০.৫৮৮ জনের মধ্যে বাদ গিয়েছে ৮,৩৫৭ জনের নাম। এই ব্লকে প্রায় ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে। লালগোলা ব্লকে আবাসের তালিকায় ১১,০২০ জনের মধ্যে নাম বাদ গিয়েছে ৩,০১৬ জনের। ৩৩১ জনের সার্ভে এখনও সম্ভব হয়নি। যোগ্যের  লিস্টে নাম রয়েছে ৭,২০৬ জনের।

হরিহরপাড়া ব্লকে আবাসের তালিকায় বাদ গিয়েছে ৩৪৭৯ জনের নাম । ৫৫১২ জনের নাম রয়েছে তালিকায়। এখানেও ২৫৯ জনের সার্ভে এখনও কমল্পিট করা যায়নি। কান্দি ব্লকে ৭৬৭৫ জনের মধ্যে নাম বাদ গিয়েছে ২০২৬ জনের। তালিকায় নাম রয়েছে ৫১২৬ জনের। এখানেও ৫৭৯ জনের সার্ভে করা যায়নি। ডোমকল ব্লকে  ৪ হাজার ৭৮৮ জনের নাম বাদ গিয়েছে। ৪ হাজার ৬০ জনের নাম রয়েছে যোগ্যের তালিকায়। নিষ্ক্রিয় তালিকায় রয়েছে ৪৪২ জনের নাম।