ভিনদেশেও পারি দিচ্ছে রঘুনাথগঞ্জের সুদীপের তৈরি জগন্নাথ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জঃ জেলার কারিগরের নিমকাঠের জগন্নাথ মূর্তি পারি দিচ্ছে বিদেশ। রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তেঘরি গ্রামের বাসিন্দা সুদীপ সরকার। ২০০৯ সাল থেকে বানিয়ে চলেছেন জগন্নাথ দেবতার বিগ্রহ। নাম ডাকও হয়েছে জেলার এই শিল্পীর। এবারে হাত দিয়েছেন চারফুট উচ্চতার জগন্নাথ বিগ্রহতে। রথযাত্রার আগে শেষ করতে হবে কাজ তাই চলছে তড়িঘড়ি প্রস্তুতি। কোনও শিক্ষাগুরু ছাড়া বাড়িতে জগ্ননাথ মূর্তি দেখে, মূর্তি বানাবার কাজে আগ্রহ জন্মায় তাঁর। প্রথম মূর্তির পেয়েছিলেন অর্ডার দক্ষিণ আমেরিকার পেরুতে থেকে। আজ প্রায় ১৪ বছর ধরে বিভিন্ন রকমের জগন্নাথ বিগ্রহে বানিয়ে চলেছেন জেলার রঘুনাথগঞ্জের এই যুবক। মধ্যপ্রদেশ, মুম্বাই, ত্রিপুরা, বৃন্দাবনে সহ ভিনদেশে জার্মানি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারি দিয়েছে সুদীপ সরকারের শিল্পকর্ম। রথযাত্রার আগে প্রচণ্ড কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন এই শিল্পী।