এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Art কী ছবি আঁকছে মুর্শিদাবাদের খুদেরা ?

Published on: November 1, 2025
Murshidabad Art

Murshidabad Art কী ছবি আঁকছে মুর্শিদাবাদের খুদেরা ? কারও ছবিতে উঠে এল সাম্প্রদায়িক সম্প্রীতি। কেউ রঙ তুলিয়ে ফুটিয়ে তুলল সবুজ গ্রাম।  শনিবার  তথ্য ও সংস্কৃতি বিভাগের শিশু কিশোর আকাদেমির আয়োজনে শনিবার রাজ্য জুড়ে চলল মহকুমা ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা। মুর্শিদাবাদ জেলাতেও সব মহকুমায় এই  অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়  । দুটি বিভাগে প্রথম থেকে একাদশ শ্রেনী পর্যন্ত ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

আরও পড়ুনঃ Conclave 2025 মুর্শিদাবাদের পাখির ছবির মেলা ডাকছে ফটোগ্রাফারদের Birds of Murshidabad

Murshidabad Art কোথায় কোথায় হল প্রতিযোগিতা ?

Murshidabad Art এদিন বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল বহরমপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অঙ্কন প্রতিযোগিতা। এখানে দুটি বিভাগে মোট ১৮২ জন অংশ গ্রহণ করেন। দুটি বিভাগে ৬ জনকে পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে জঙ্গিপুর হাইস্কুলেও হয় এই অঙ্কন প্রতিযোগিতা। এখানে ১০৯ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন প্রতিযোগিতায়। এখানেও দুটি বিভাগে ৬ জনকে পুরস্কৃত করা হয়।

Murshidabad Art 01

 

Murshidabad Art জঙ্গিপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মৃণাল কান্দি রায় বলেন, ১লা নভেম্বর রাজ্য জুড়ে মহকুমা ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা হয়। ক ও খ, দুটি বিভাগে ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করে। এখানে ৬ জনের ছবি শিশু কিশোর আকাদেমিতে যাবে সেখানে প্রদর্শিত হবে ।

আরও পড়ুনঃ Female Art Exhibition মেয়েদের ছবিতে কী বার্তা বহরমপুরে ?

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now