Murshidabad বহরমপুর, নওদার পর এবার মুর্শিদাবাদ। হোটেল ব্যবসার আড়ালে চলছিল রমরমিয়ে দেহ ব্যবসা। মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় একটি হোটেল থেকে মধুচক্রের অভিযোগে গ্রেফতার হোটেল মালিক সহ মোট চারজন। উদ্ধার করা হয়েছে এক মহিলাকেও। গোপন সুত্রে খবর পেয়ে সোমবার রাতে মুর্শিদাবাদ থানার পুলিশ স্টেশন রোডে একটি হোটেলে হানা দেয় বলে পুলিশ সূত্রে জানা যায়। সেখানে অবৈধ ভাবে দেহ ব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এক মহিলাকে। দেহ ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় হোটেল মালিক সহ আরও তিনজনকে।
Murshidabad মুর্শিদাবাদের দিকে দিকে মধুচক্র!
Murshidabad গত কয়েক দিনে মুর্শিদাবাদের বহরমপুর নওদাতে মধুচক্রের আসর থেকে গ্রেফতারির সংখ্যা বাড়ছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মহিলাকে। এবার মুর্শিদাবাদে হোটেলে দেহ ব্যবসার হদিশ মিলল। উল্লেখ্য, গত জুন মাসে মুর্শিদাবাদ থানার একাধিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগে অভিযান চলে। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। উদ্ধার করা হয় মহিলাদের। আবারও হোটেল ব্যবসার নামে এই চক্রের হদিশ মেলায় প্রশ্ন উঠছে কীভাবে চলছে অসামাজিক কাজ।