এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad রঘুনাথগঞ্জে TMC কর্মীর গেল প্রাণ ! দলেরই উপধানের বিরুদ্ধে অভিযোগ

Published on: June 10, 2025
Murshidabad

Murshidabad মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূল কর্মী খুনে এবার তৃণমূলেরই পঞ্চায়েতের উপপ্রধান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। রবিবার দুপুরে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে । রাতে হাসপাতালে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। ঘটনায় অভিযুক্ত উপপ্রধানের ভাইকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ Raghunathganj Police Station । পলাতক মূল অভিযুক্ত, গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কারু শেখ । এলাকায় রয়েছে পুলিশের পাহারা।

Murshidabad মৃত বাবলু শেখের পরিবার তৃণমূল নেতা  কারু শেখ সহ ৭ জনের নামে লিখিত অভিযোগ  দায়ের করেছে রঘুনাথগঞ্জ থানায়। রুজু হয়েছে এফআইআর FIR  । যদিও  ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত কারু শেখ।  তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে দুই পক্ষই দলের কর্মী।

Murshidabad রাজনৈতিক সূত্রের খবর, তৃণমূলের দুই পক্ষের এলাকা দখল নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। ২০২৪ সালের আগস্ট মাসে গ্রামেই তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষ ঘরছাড়া ছিল। ঈদে তারা ঘোরে ফিরতেই এক পক্ষ অন্য পক্ষের উপর চড়াও হয় বলে অভিযোগ। সোমবার আশঙ্কাজনক অবস্থায় আহত বাবলু শেখকে  ভর্তি করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। রাতেই তাঁর মৃত্যু হয়।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now