Murshidabad: দরজার উপর নহবতখানা ! মুর্শিদাবাদের ত্রিপলী গেটঃ ঘরের কাছে ঘুরে আসুন

Published By: Madhyabanga News | Published On:

আসলে দরজা; আবার নহবতখানাও বটে। মুর্শিদাবাদের ত্রিপলী গেট Tripolli Gate  এমনই এক ঐতিহাসিক নিদর্শন। বিশাল তোরণের উপর শোভা পাচ্ছে নহবতখানা Nahabatkhana । নবাবী আমলে এখানে বসতো গানবাজানার আসর।

এই তোরণ নির্মাণ করা হয়েছিল নবাব সুজাউদ্দিনের Shujuaddin  আমলে । চক গেট নামেও খ্যাত ত্রিপলী গেট। এটাই হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের যাওয়ার রাস্তায় মূল তোরণ। এই তোরণের উপরেই রয়েছে নহবতখানা।

মুর্শিদাবাদ স্টেশনে নেমে কোতা টাঙ্গা নিয়ে নবাবী মেজাজে দেখে আসতে পারেন এই তোরণ। ইতিহাসের গন্ধ গায়ে মেখে দাঁড়িয়ে রয়েছে ত্রিপলী গেট।