Mukesh Kumar ভোটের আগে মুর্শিদাবাদের DIG বদল ঘিরে শুরু রাজনৈতিক তরজা। সোমবার মুর্শিদাবাদের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের সঙ্গে যোগ নেই এমন পদে মুকেশ কুমারকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ২০১৯ সালে মুর্শিদাবাদের এসপি হিসাবে যোগ দেন মুকেশ কুমার। পরবর্তী কালে তাঁকে মুর্শিদাবাদ এবং নদিয়া রেঞ্জের ডিআইজি করা হয়। তবে কেন আইপিএস মুকেশ কুমারকে সরিয়ে দিল তা স্পষ্ট নয়। যদিও DIG বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সোমবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় আলিপুরদুয়ারের সভা থেকে বলেন, বিজেপির কথায় ডিআইজি মুকেশ কুমারকে বদলি করা হয়েছে।
মমতা হুঁশিয়ারি দিলেন, মুর্শিদাবাদে অশান্তি ছড়ালে কমিশনের অফিসে ধর্নায় বসবেন তিনি ।
সোমবার সাংবাদিক বৈঠকে বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী মুকেশ কুমারের উদ্দেশ্যে বলেছেন, জেলার বহু ছেলেদের মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য। একমাত্র দায়ী DIG মুকেশ কুমার।
ডিআইজি পদের জন্য তিনজনের নামও বাছাই করে রাজ্যকে পাঠাতে নির্দেশ দিয়েছে কমিশন। বিকাল পাঁচটার মধ্য এই নামে তালিকা পাঠানোর কথা । সেই তালিকা থেকে একজনে ওই পদে নিয়োগ করা হবে।