Muharram 2025 মুর্শিদাবাদে মহরম: শোকের প্রতীক তাজিয়া, দুলদুল ঘোড়া

Published By: Imagine Desk | Published On:

Muharram 2025 রবিবার মহরমের সকালে ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের রাস্তায় দেখা গেল অনন্য এক দৃশ্য । হাজার দুয়ারির Hazarduari Palace সামনে ইমামবাড়ি Nizamat Imambara থেকে বেরিয়ে এল মহরমের তাজিয়া। সেই শোকযাত্রায় পা মেলালেন শয়ে শয়ে মানুষ। বুকভরা শোক আর শ্রদ্ধার অর্ঘ্য নিয়ে মিছিল ছুঁয়ে গেল ইতিহাসকে। মাতম, বুক চাপড়ানো, আরবী সুরে ভেসে উঠল মুর্শিদাবাদের লালবাগ।

মহরমের তাজিয়ায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল ‘দুলদুল’ ঘোড়া। ধপধপে সাদা রঙের ঘোড়া দুলদুল যেন নিজেই হয়ে উঠেছিল এক চলন্ত স্মারক। মনে করা হয়, কারবালার যুদ্ধে ইমাম হোসেনের প্রিয় ঘোড়া ছিল দুলদুল। সেই ইতিহাসের প্রতীক হিসেবেই মহরমে তাজিয়ার শোভাযাত্রায় তার গুরুত্বপূর্ণ উপস্থিতি। দুলদুলকে ঘিরে ছিল পূণ্যার্থীদের ভিড়। অনেকেই ঘোড়াটিকে ছুঁয়ে নিয়েছেন শ্রদ্ধায়, কেউ ফুল দিয়ে সাজিয়েছেন তার গায়ে থাকা চাদর। বছরভর দুলদুলের পরিচর্যার থাকে বিশেষ ব্যবস্থা, যাতে মহরমে সে হতে পারে ইমাম হোসেনের স্মৃতির বাহক।

Muharram 2025 তাজিয়ার মিছিল শহরের ইমামবাড়ি থেকে শুরু হয়ে লালবাগের প্রধান রাস্তা ধরে এগিয়ে চলে ৫ কিলোমিটার দূরে ভাগীরথী নদীর পাড়ের আমানিগঞ্জ-কারবালা ময়দানের দিকে। মিছিলে ছিল যুদ্ধের প্রতীক — তলোয়ার, লাঠি, নিশান ও পতাকা। অনেকে তরোয়াল চালিয়ে, আবার কেউ লাঠিখেলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কারবালার যুদ্ধের মুহূর্ত। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ — সবাই শামিল হয়েছেন শোকের এই মিছিলে।

আরবি চান্দ্রমাসের প্রথম মাস ‘মহরম’। এই মাসের ১০ তারিখেই ইতিহাসে কালো অক্ষরে লেখা এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ৬৮০ খ্রিস্টাব্দে, ইরাকের কারবালার প্রান্তরে খলিফা এজিদের সেনারা হত্যা করে হজরত মহম্মদের নাতি ইমাম হোসেন ও তাঁর পরিবার-পরিজনসহ মোট ৭২ জনকে। তাঁদের পানি পেতে দেওয়া হয়নি, শিশুরাও রেহাই পায়নি। সেই ঘটনার স্মরণে আজও প্রতি বছর পালিত হয় মহরম — একদিকে শোক, অন্যদিকে আত্মত্যাগ ও ন্যায়ের প্রতীক হয়ে উঠেছে এই দিনটি।

Muharram 2025 মুর্শিদাবাদ শহরের বাসিন্দারা বলেন, ‘‘মহরম শুধু শোক নয়, এই দিন সত্য ও ন্যায়ের জন্য আত্মবলিদানের বার্তা দেয়।’’ দুলদুল, তাজিয়া ও শোকমিছিল — এই তিনের মিলনেই মহরমের দিনটি হয়ে উঠল এক ঐতিহাসিক অনুভব।

শহরের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমান এই মিছিলে। কেউ মৌনভাবে চোখের জল ফেলেন, কেউ বুক চাপড়ে জানান শোকের গভীরতা। আবার কেউ ফুল দিয়ে জানান শ্রদ্ধা।

Muharram 2025 মুর্শিদাবাদের প্রাচীন ইতিহাসে মহরম এক গুরুত্বপূর্ণ অংশ। আর সেই ঐতিহ্য আজও প্রাণ পায় দুলদুলের পদচারণায়, তাজিয়ার ছায়ায় এবং মানুষের অন্তর থেকে উঠে আসা ‘হায় হোসেন’ ধ্বনিতে।