MSME Murshidabad ”কারও কাছে চিঠি লিখে ছুটি চাইতে হবে না। নিজেই নিজের বস হন।” বৃহস্পতিবার মঞ্চে যখন এই কথাগুলি বলছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) অতিরিক্ত জেলাশাসক পি প্রমোদ, সেই সময় বহরমপুরে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে এক ঝাঁক উজ্বল মুখ। ছাত্র ছাত্রীদের হাততালিতে ভরে যায় হল। কীভাবে ব্যবসা করা যায়। কীভাবে সেখান থেকে ঋণ পাওয়া যায়। জেলা প্রশাসন কীভাবে সাহায্য করতে পারে এই সংক্রান্ত MSME কর্মশালায় তিনি ছাত্র ছাত্রীদের বোঝান, কোনটা মাইক্রো, কোনটি স্মল শিল্প। সাধারণত ব্যবসার জন্যে ৮ টি লাইসেন্সের দরকার সহ কীভাবে ব্যবসা করা যায় তা নিয়ে উৎসাহ দেন। মুর্শিদাবাদের খ্যাতনামা ব্যবসায়ী জগৎ শেঠের কথা তুলে ধরেন।

চাকরি ছেড়ে ব্যবসা
একইভাবে পরবর্তীতে জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রদীপবাবু ছাত্র ছাত্রীদের মঞ্চ থেকে হাত দেখিয়ে বললেন, চাকরি ছেড়ে নিজে কোটি কোটি টাকার ব্যবসা করছেন সঞ্জয় সরকার। মুহূর্তের মধ্যে ছাত্র ছাত্রীদের মুখগুলি ঘুরে গেল মঞ্চের পিছনের দিকে। বেকারত্ব বাড়ছে। সেখানে ভবিষ্যতের কর্ম প্রার্থীদের শিল্পমুখী করতে এদিন এরকমই প্রয়াস চোখে পড়ল।
আরও পড়ুনঃ Murshidabad khadi Mela 2025 ‘খাদি বোর্ড ঘুরে দাঁড়িয়েছে’, বহরমপুরে খাদি মেলার উদ্বোধনে বললেন মন্ত্রী
MSME Murshidabad এমএসএমই বা ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগে যারা ঋণের জন্যে আবেদন করেছেন তাঁদের ১৫ দিনের মধ্যে অনুমোদন দিতে বললেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এভাবেই বৃহস্পতিবার এমএসএমই MSME Westbengal নিয়ে জেলাস্তরে শিল্পের সমাধানে বিশেষ কর্মশালা হল। শিল্পের সমাধানে এমএসএমই মাস ২০২৫ পালন হল। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, বস্ত্র দফতর এর আয়োজন করে জেলা প্রশাসনের সহযোগিতায়।
MSME Murshidabad এদিন জেলাশাসক সাংবাদিকদের বলেন, এমএসএমই মাস ১০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর। উদযাপন করা হচ্ছে। এতে যত ব্যাংক সম্পর্কিত ক্রেডিট কার্ড রয়েছে সে স্কুল শিক্ষা দফতরের স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) বা কিষাণ ক্রেডিট কার্ড, এমএসএমই দফতরের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সেগুলি যাতে ছাড়া পায় ও অনুমোদন পায় তা বাকি ছিল। যাতে চাষিরা দ্রুত তা থেকে তার লাভ পান। সেটার জন্যে মিশন মোডে ক্যাম্প করা হয়েছে। এর আগে বিভিন্ন ব্লকে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্যাঙ্ক চলো কর্মসূচির মাধ্যমে যে আবেদন জমা পড়েছিল সেগুলি ছাড়া হয়েছে। ইতিমধ্যে মানুষের ক্যাম্পে অংশ গ্রহণ করার নিরিখে মুর্শিদাবাদ জেলা প্রথম হয়েছে। আমরা চেষ্টা করছি পরবর্তী ১৫ দিনের মধ্যে (২৮ তারিখের পর) যত আবেদন জমা পড়েছে সেগুলির অনুমোদন দেওয়া ও ছেড়ে দেওয়া।
কীভাবে হয়?
জেলাশাসকের কথায় আবেদনপত্রকে প্রক্রিয়াকরণ করে,স্পন্সর করে, ব্যাঙ্কে অনুমোদন করানো ও সেই ঋণ পাইয়ে দেওয়া। এমএসএমই মাসে আবেদন নেওয়ার প্রক্রিয়া। সেগুলি অনুমোদনও চলছে।
অনুষ্ঠানে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (ভূমি রাজস্ব) ছাড়াও বস্ত্র দফতরের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার ঘোষ, জেলা শিক্ষা আধিকারিক এষা ঘোষ, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ডিন সুজাতা বাগচী, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের জেলা আধিকারিক দেবর্ষি রায় সহ জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা ছিলেন। এদিনের অনুষ্ঠানে এমআইটি, বিভিন্ন পলিটেকনিক কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। ছাত্র ছাত্রীদের বোঝানো হয় কীভাবে শিল্পের জন্যে লাইসেন্স পেতে হয়। নিজের উদ্যোগে কেন ব্যবসা করা জরুরি।
MSME Murshidabad রবীন্দ্র সদন চত্বরে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের পক্ষ থেকে আলাদা করে তথ্য কেন্দ্র খোলা হয়েছিল। সেখানে ছাত্র ছাত্রী, উৎসাহীদের বিভিন্ন ঋণের বিষয়ে, উৎকর্ষ বাংলা সহ বিভিন্ন বিভাগের সরকারি সুবিধা সম্পর্কে তথ্য জানানোর জন্যে আধিকারিক, কর্মীরা ছিলেন। এজন্যে বিভিন্ন লিফলেট ছাপানো হয়েছিল। মাশরুম চাষ, স্টুডেন্ট লোন সহ চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্র ছাত্রীরা জানতে চান।

MSME Murshidabad এদিনের অনুষ্ঠানে ব্যাঙ্কের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (বিদ্যুৎ) আলিয়ারা বিবি সহ অনেকে। সরকারি উদ্যোগে ঋণের অনুমোদন মিললেও ব্যাঙ্ক ঋণ দিতে গড়িমসি করে বলে অভিযোগ তোলেন তাঁরা। মুর্শিদাবাদ চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক স্বপন প্রামাণিক বলেন, বর্তমান জেলাশাসক অভিনব ব্যাঙ্ক চলো কর্ম সূচির উদ্যোগ নেন। এই জেলায় প্রথম এই শুভ উদ্যোগ। শিল্প করতে গেলে বিভিন্ন বিভাগের ‘নো অবজেকশনে’র দরকার হয়। সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা পলষণ্ডার কাছে একটি শিল্প তালুক করবার জন্যে জেলা প্রশাসনকে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি। রেজিনগরে জমির দাম অনেক কমিয়ে দেওয়া হয়েছে। সেখানে তাও কেন শিল্প হচ্ছে না বুঝতে পারছি না।















