অবশেষে উঠল কর্মবিরতি। শনিবার থেকেই জরুরী পরিষেবায় কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার সকাল থেকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওপিডিতে রোগীদের ভিড়। চিকিৎসা পরিষেবায় জুনিয়র চিকিৎসক ও সিনিয়র চিকিৎসকরা। শুক্রবার জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করেন আরজিকর কান্ডে তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলন চললেও সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা ভেবে তারা কাজে ফিরছেন। সেই মতোই এদিন পরিষেবা স্বাভাবিক ছন্দে ফেরে। জুনিয়র চিকিৎসকরা কাজে ফেরায় স্বস্তি ফিরেছে রোগী ও তাদের পরিজনদের। আরজিকরের ঘটনার বিচার হোক, পাশাপাশি সাধারণ মানুষ পরিষেবা পাক- বলছেন হাসপাতালে আসা রোগীরা।
কর্মবিরতি, আন্দোলন চলাকালীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এতদিন অভয়া ক্লিনিকের মাধ্যমেই ক্যাম্প করে জুনিয়র চিকিৎসকরা রোগী দেখছিলেন। যদিও এদিন ওপিডি বিল্ডিং এ পুরোদমে কাজ যোগ দিলেন তারা।