মুর্শিদাবাদের বড়ঞায় বোমাবাজি ও তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার দুই

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ পঞ্চায়েত ভোটের আগে আবার বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদের বড়ঞাতে। ঘটনায় পর এখনও পর্যন্ত ধৃত দুই। বোমাবাজির জেরে নিহত হন এক তৃণমূল কর্মী। রবিবার সন্ধ্যায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বোমা মেরে খুন করা হল অমর সেখ নামের এক তৃণমূল কর্মীকে। এই ঘটনায় উত্তপ্ত বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের পাঁপড়দহ গ্রাম। ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর বোমা ছোঁড়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। এদিন রাতেই পাঁপড়দহ গ্রাম থেকে উদ্ধার হয় প্রায় ২০ টি তাজা বোমা। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে। ধৃত সফিরুল বাসের ও বিরাজ আলম উক্ত এলাকারই বাসিন্দা।

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই খুন বলে অনুমান। এদিন মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই এলাকায় তল্লাশি শুরু করে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় মৃতের পরিবার অঞ্চল তৃণমূল সভাপতির দিকেই অভিযোগ তুলেছে। এলাকায় উত্তেজনা থাকায় সকাল থেকেই চলছে পুলিশি টহল। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল জেলা নেতৃত্বের দাবী যারা খুন করেছে তাঁরা সমাজ বিরোধী তাঁদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।