জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সঙ্গে নিয়ে গৌরীপুর স্বাস্থ্য কেন্দ্রে সাংসদ খলিলুর

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সোমবার সাগরদিঘীর সিংহেশ্বরী গৌরীপুর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলার খ্য স্বাস্থ্য আধিকারিক সহ জঙ্গীপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান। দীর্ঘদিন ধরেই সাগরদিঘীর পাটকেলডাঙ্গা সহ গৌরীপুর, কাবেলপুরের মানুষের দাবি ছিল সঠিক স্বাস্থ্য পরিষেবার। সেই দাবি পূরণের লক্ষেই তৈরি এই আইপিডি। আপাতত এই স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে ছয় বেডের আইপিডি। এবারে পার্শ্ববর্তী বিল্ডিং-এ তৈরি হচ্ছে ওপিডি সেকশান। যদিও এখনও শুরু হয়নি সম্পূর্ণ পরিষেবা। খুব শীঘ্রই পরিষেবা শুরু হওয়ার আশ্বাস দেন জঙ্গিপুরের সাংসদ।

স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জঙ্গীপুর সাংসদ। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল সোমবার পরিদর্শনে এসে জানান অনেকদিন ধরেই কাজ চলছে এই স্বাস্থ্য কেন্দ্রের। ঠিকভাবে পরিষেবা শুরু হলে উপকৃত হবেন এলাকাবাসী। পাশাপাশি জঙ্গিপুরের সাংসদ আশ্বাস দিয়েছেন তাঁর সাংসদ তহবিল থেকে দেবেন প্রায় ৪৫ লক্ষ টাকা। এবং সেটি দিয়েই তৈরি করবেন এই স্বাস্থ্য কেন্দ্রের বাকি অংশটুকু। উপস্থিত ছিলেন সাগরদিঘির বিডিও সহ অন্যান্য আধিকারিকেরাও।