এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mosiur Rahaman সাগরদিঘিতে মসিউরকে সরানোর প্রক্রিয়া শুরু?

Published on: December 17, 2025
Mosiur Rahaman

Mosiur Rahaman জেলাশাসকের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল

Mosiur Rahaman আর নয় অপেক্ষা। এবার সাগরদিঘি (Sagardighi) পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানকে (Mosiur Rahaman) সরানোর প্রক্রিয়া শুরু করতে চাইছে তৃণমূল। সেজন্যে উদ্যোগ শুরু হচ্ছে। আগামী শুক্রবার ১৯ ডিসেম্বর এই নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূল। ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতিকে দ্রুত না সরালে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে চিঠি দিয়েছেন সাগরদিঘির ১৭ জন পঞ্চায়েত সমিতির সদস্য।

Mosiur Rahaman অস্বস্তি বাড়ছে শাসকদলে

Mosiur Rahaman মসিউরের বিরুদ্ধে তফশিলি উপজাতিভুক্ত সদস্যাকে হেনস্থার অভিযোগ রয়েছে। এই নিয়ে জেলও খাটতে হয়েছে। তৃণমূলের একাংশের অভিযোগ, দলীয় নেতৃত্বের নির্দেশ মানছেন না মসিউর। বিধানসভা ভোট এগিয়ে আসছে। দলীয় কোন্দল রুখতে চাপ ও অস্বস্তি বাড়ছে শাসকদলে।

Mosiur Rahaman

আরও পড়ুনঃ Mosiur Rahaman of Sagardighi মসিউরের মসিহা কে? দলকেও থোরাই কেয়ার সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতির!

Mosiur Rahaman সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বুধবার বলেন, আগামী ১৯ তারিখ এটা নিয়ে বসার আছে। এটা নিয়ে জেলাশাসক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব। উনি পদ ছাড়তে চাইছেন না। শক্তি দেখাচ্ছেন। জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমানকে গণ ইস্তফা দিতে চেয়ে চিঠি দিয়েছেন সমিতির ১৭ জন সদস্য। সেখানে ৩৩ জনের মধ্যে ২৩ জন তৃণমূলের। ৮ জন কংগ্রেসের, ১ জন বিজেপির। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দেওয়া হয়েছে। এই নিয়ে জানার জন্যে একাধিকবার ফোন করলেও সাংসদ ফোন ধরেননি।

Mosiur Rahaman

 

Mosiur Rahaman যারা মসিউরকে সরাতে চাইছেন তাঁরা জানিয়েছেন, গত ২৬ অগাস্ট মসিউরকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খলিলুর রহমান তা জানালেও মসিউর পদত্যাগ করেননি বলে অভিযোগ।

Mosiur Rahaman প্রশ্ন ওঠে মসিউরের মসিহা কে?

Mosiur Rahaman গত ২৭ অগাস্ট পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে মসিউরকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে খলিলুর রহমান পদত্যাগের নির্দেশ দিয়ে চিঠি দেন মসিউরকে। ২৯ অগাস্ট বহরমপুরে সাংসদ খোলসা করে জানান, চিঠিতে, ফোন মারফত পদত্যাগ করতে বলা হয়েছে মসিউরকে। কিন্তু থোরাই কেয়ার মসিউরের। এখনও তিনি পদত্যাগ করলেন না। তখন নিচুতলার তৃণমূল কর্মীদের মধ্যে প্রশ্ন ওঠে মসিউরের মসিহা কে?

Mosiur Rahaman

Mosiur Rahaman  ২৭ জুলাই সাগরদিঘি পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষা সাগরদিঘি থানায় অভিযোগ দায়ের করেন

Mosiur Rahaman উল্লেখ্য, গত ২৭ জুলাই সাগরদিঘি পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষা সাগরদিঘি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁকে ও তাঁর স্বামীকে গালিগালাজ করার অভিযোগ করা হয়। এরপর সেপ্টেম্বরে গ্রেপ্তারও হন মসিউর। এখন তিনি জামিনে মুক্ত।

Mosiur Rahaman তবে এই প্রতিবেদন আপলোড করার সময়য় পর্যন্ত এই নিয়ে এদিন মসিউরের বক্তব্য পাওয়া যায়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now