Mosharf Hossain ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের Murshidabad Zilla Parishad প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন ওরফে মধু। ছাড়ছেন অধীর চৌধুরীর হাত। কালই তিনি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। কংগ্রেসে ফিরে আসার পর তিনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। কংগ্রেস নেতা জয়ন্ত দাস সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ২১ এপ্রিল কংগ্রেস থেকে বহিষ্কার করা হচ্ছে মোশারফ হোসেনকে। যদিও রাজনৈতিক শিবিরের দাবি, মোশারফ হোসেন যে তৃণমূলে যাবেন সেটা বুঝেই আগেভাগে তাঁকে বহিষ্কার করল কংগ্রেস। অবশ্য মধুর দল বদলের ইতিহাস রয়েছে।
Mosharf Hossain ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে নওদা থেকে জেলা পরিষদ আসনে জেতেন তিনি। জিতে কর্মাধ্যক্ষও হন। তবে ২০১৬ সালে কংগ্রেসের সিংহভাগ সদস্যকে দলে টেনে জেলা পরিষদ দখল করে তৃণমূল। সেই সময়ই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মোশারফ হোসেন। তৃণমূলের জেলা পরিষদ দখলের নেপথ্যে তাঁর বড় ভূমিকা ছিল বলেই দাবি রাজনৈতিক মহলে। ২০১৮ সালের সেপ্টেম্বরে তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি হন মোশারফ হোসেন মধু। তবে শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের সঙ্গে সঙ্গেই মোশারফ হোসেনের সঙ্গেও তৃণমূলের দূরত্ব বাড়ে।
Mosharf Hossain একুশের বিধানসভা ভোটের আগে, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে সভার দিনই অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফেরেন মোশারফ হোসেন। ২০২১ সালের ২০ মে অবধি ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি পদে। কংগ্রেসে ফেরার পর দলে বাড়তি গুরুত্বও পান মধু। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নওদা থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন মোশারফ হোসেন। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে নওদায় তাঁর নেতৃত্বেই তৃণমূলের বিরুদ্ধে লড়ে কংগ্রেস। তবে বেশ কয়েক মাস ধরেই দলের সাথে দূরত্ব বাড়াচ্ছিলেন মোশারফ হোসেন। এবার অবশেষে, ফের দলত্যাগ। নওদার তৃণমূল বিধায়ক শাহিনা মমতাজ খান Sahina Momtaz Khan জানিয়েছেন, কালই তৃণমূলে ফিরছেন মোশারফ হোসেন মধু।