নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাথমিকের টেট পরীক্ষায় মুর্শিদাবাদে প্রায় অর্ধেক পরীক্ষার্থী পরীক্ষাই দিতে এলেন না। উচ্চপ্রাথমিকের টেট পরীক্ষাতেও অনুপস্থিতির সংখ্যা চার শতাধিক। রবিবার জেলা সদরে চারটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়। প্রাথমিক টেটে মোট পরীক্ষার্থী ছিলেন ৯৪৪ জন। জেলা সংখ্যালঘু দপ্তর সূত্রে জানা যায়, তারমধ্যে ৪৫৬ জন অনুপস্থিত। উচ্চপ্রাথমিকে মোট পরীক্ষার্থী ছিলেন ১৫৪০ জন। তারমধ্যে পরীক্ষা দেননি ৪৩৯ জন।
মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে পরীক্ষার তারিখ বদলানোর দাবি উঠেছিল। কিন্তু কমিশন সেই দাবিকে গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ বিভিন্ন ফোরামের। একইদিনে রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর পদেরও লিখিত পরীক্ষা ছিল রবিবার।
অভিযোগকারীদের দাবি, অনেক আগে থেকেই পুলিশের পরীক্ষার দিনও সময় জানিয়ে দেওয়া হয়েছিল। অনেক টালবাহানার পর মাদ্রাসা কমিশন দিন ঘোষণা করে। কিন্তু একইদিনে তিনটে চাকরির পরীক্ষা হওয়ায় অনেককেই একটা পরীক্ষার বেশি বসতে পারবেন না। তাই দিন বদলের দাবি তুলেছিলেন তাঁরা।
শুধু মাদ্রাসা পরীক্ষাতেই নয় পুলিশের পরীক্ষাতেও সাড়ে পাঁচহাজারের মধ্যে দেড় হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত। তারজন্য একদিনে তিনটি বড় চাকরির পরীক্ষাকেই কাঠগড়ায় তুলেছেন পরীক্ষার্থীরা।