শারদোৎসবে বাড়ল স্টলের সংখ্যা
নিজস্ব প্রতিবেদনঃ বইয়ের স্টলে জ্বলজ্বল করছে বাম আমলের প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্রের লেখা ‘আত্মসমালোচনা’ বইটি। তার উপরে ব্যানার টাঙানো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (CPIM)। নীচে লেখা ডোমকল এরিয়া কমিটি। আসন সংখ্যার নিরিখে বিধানসভায় শূন্যে নেমে এসেছে বামেরা। বিকল্প জনসংযোগে দুর্গাপুজোয় (Durga Puja) বাড়ল বইয়ের স্টলের সংখ্যা। একটি এরকম বইয়ের স্টলের ছবির ফ্রেমে দেখা যাচ্ছে ৪ টে চেয়ারে দুজন বসে। একজন বই পড়ছেন। একজন বিক্রির জন্যে বই দেখাচ্ছেন। সামনে একজন পাঠক বই পড়ছেন। একজন হয়তো কেনার উদ্দ্যেশে বই নেড়ে দেখছেন। কয়েক হাত দূরে ৩ জন শিশুকে দেখা যাচ্ছে। যাদের এই বইয়ের স্টলের দিকে কোনও ভ্রুক্ষেপ নেই। বিধানসভা ভোটে রাজ্যে শূন্যে নেমে আসা সিপিএমের এই বই স্টল। বিকল্প জনসংযোগের জন্যে মুর্শিদাবাদ জেলায় এবার দুর্গাপুজো উপলক্ষে বইয়ের স্টলের সংখ্যা বাড়িয়েছে সিপিএম। গতবার ছিল ১১ টা। এবার তা থেকে বেড়ে হয়েছে ১৯টি। এগিয়ে আসছে বিধানসভা ভোট। ওয়াকিবহাল মহলের বক্তব্য, বিধানসভায় এই জেলা সহ সারা রাজ্যেই শূন্য বাম। বিকল্প জনসংযোগে ওই শিশুরা, আগামীতে নতুন প্রজন্মের ভোটাররা কি মুখ ফেরাবে?
Murshidabad CPM সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা অবশ্য দুর্গা মণ্ডপে বইয়ের স্টল দেওয়া হয়নি বলে জানালেন। তাঁর বক্তব্য, যেখানে রাস্তায় মানুষ চলাফেরা করছেন সেখানে আমাদের স্টল। গতবারের থেকে এবার স্টল বেড়েছে। জামির মোল্লা যুব সমাজের বেকারত্ব সমস্যা ও সুস্থ সংস্কৃতির কথা তুলে ধরলেন। সেখানে অশোক মিত্রের আত্ম সমালোচনা বইটি থাকার বিষয়ে বলেন, গঠনমূলক সমালোচনা আমরা গ্রহণ করি। কমিউনিস্ট পার্টি একমাত্র পার্টি যারা নিজেদের ভুল শুধরে নেয়। আমাদের পার্টিতে অবাধ গণতন্ত্র। মানুষের সমালোচনাও আমরা মাথা পেতে নেব।
এই বিকল্প জন সংযোগ নিয়ে তিনি বলেন, অপ সংস্কৃতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যুব সমাজকে দেশ গঠনের কাজে লাগাতে হবে। শুধু দুর্গাপুজো নয়। কালীপুজোতেও এবার স্টলের সংখ্যা বাড়ানো হবে। এক প্রবীণ বলছিলেন, একটা জিনিস শহরে আর দেখা যায় না। প্রতিদিন পাড়ায়-পাড়ায় সিপিএমের স্লোগান তুলে মিছিল। মিটিং, মিছিলে সিপিএমের এখনও লোক হয়। অথচ ভোটবাক্সে তার কোনও প্রভাব পড়ে না। এগিয়ে আসছে বিধানসভার ভোট। সব রাজনৈতিক দলগুলি শারদোৎসবে জন সংযোগে নেমে পড়েছে। এখন লাল ঝাণ্ডার এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় তাই দেখার।