মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ পড়েছে নতুন বছর। ২০২৪ শুরুতেই আবহাওয়ার মুড সুইং। সোমবার থেকেই টানা উত্তুরে হাওয়া বইছে। তার প্রভাবেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। পয়লা জানুয়ারি থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। বুধবারেও তা অব্যাহত।
বছরের শুরু থেকেই মুর্শিদাবাদবাসী মনভরে উপভোগ করছেন শীত। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বছরের শুরুতেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি। যদিও ডিসেম্বরের শুরুতে মুর্শিদাবাদে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির আশেপাশে। কিন্তু ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে সপ্তাহখানেক ধরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়। তখন তাপমাত্রার পারদ বেশকিছুটা নামে।
বড়দিন গরমে কাটালেও নতুন বছরে মুর্শিদাবাদ সহ মধ্যবঙ্গে ফের পারদ নামার ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতোই বছর শুরুতেই বইছে হিমেল হাওয়া মধ্যবঙ্গ জুড়ে।