Monsoon Flowers বর্ষায় বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটাই বেড়ে যায়। আর এই সময়ই সুগন্ধি ফুলের পোয়াবারো। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে সেগুলি ফুটতে থাকে। গোটা বর্ষাকালটাই বাগানকে করে তোলে রঙিন। বহরমপুরের বাজারে নার্সারি গুলিতে চাহিদা বাড়ছে সুগন্ধী বেলি , জুঁই সহ বিভিন্ন ধরনের ফুল গাছের। বাগানের টবে বা ছাদ বাগানে জুঁই গাছ রাখলে ফুলের গন্ধে ঘর মাতোয়ারা হয়ে যায়। কেমন চাহিদা বাজারে জুঁই সব অন্যান্য ফুলের। এছাড়াও এই সময় চাহিদা তুঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের রঙ্গন, করোবি ও কলকে ফুলের।
শুধু যে বর্ষার সুগন্ধি ফুলের চাহিদা রয়েছে তা নয়। এর পাশাপাশি শীতের চন্দ্র মল্লিকার চাহিদাও রয়েছে ফুলের বাজারে। শীত আসতে এখন কয়েক মাস বাকি থাকলেও শীতের চন্দ্র মল্লিকার চাহিদাও রয়েছে বেশ ভালোই। বর্ষার বৃষ্টি পড়তেই গাছ প্রেমীদের ভিড় জমছে নার্সারি গুলিকে। তলে ফলের গাছের চাহিদা তেমন না থাকলেও বিভিন্ন ধরণের ফুল গাছের চাহিদা বেশ ভালো বলেই দাবি ব্যবসায়ীদের। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া।