মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ আজকাল মানুষের নিত্য ব্যবহারের সামগ্রী মোবাইল ফোন। সেই মোবাইল ফোন চুরি হওয়া নিয়ে অমানবিক ঘটনা ঘটল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মোবাইল চুরি করে বিক্রি করার অভিযোগে তিন যুবকে গাছে বেঁধে প্রহার ও তারপরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল রঘুনাথগঞ্জ ২ ব্লকের সেকেন্দ্রা শ্রীধরপুর এলাকায়। অভিযোগ কয়েক দিন আগে এলাকার এক ব্যক্তির মোবাইল চুরি যায়। সেই মোবাইল চুরির অভিযোগে শুক্রবার বেলা ১২ টা নাগাদ এলাকার তিন ব্যক্তিকে আটকে রাখে গ্রামবাসীরা। গাছে বেঁধে রাখা হয় তাঁদের। এর পাশাপাশি তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ওই তিন ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান নেশার টাকা জোগার করতেই এমন কান্ড ঘটিয়েছে ওই ব্যক্তিরা।
মোবাইল চুরি! গাছে বেঁধে উত্তম মধ্যম রঘুনাথগঞ্জে
Published on: October 27, 2023









