এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mobile Recharge: মোবাইল রিচার্জের বাড়তি খরচে বাড়ছে চাপ

Published on: July 9, 2024
Mobile Recharge

Mobile Recharge এক লাফে অনেকটাই বেড়েছে মোবাইল রিচার্জের খরচ। রিচার্জের খরচা বাড়ায় ফোন চালানোয় দায় হয়ে পড়েছে মধ্যবিত্ত ও নিন্মবিত্তদের। সম্প্রতী ভোট মিটটেই এক লাগে বেড়েছে একাধিক মোবাইল কোম্পানির রিচার্জে। টেলিকম কোম্পানিগুলি মোবাইলের শুল্ক ১১ থেকে ২৫ শতাংশ বাড়িয়েছে। রিলায়েন্স জিওই প্রথম শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছিল। এরপর ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও শুল্ক বৃদ্ধির ঘোষণা করে। রিচার্জের খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ।

যুব সমাজ অনেকেই সারা দিনভর মোবাইলে মুখ গুজে পরে থাকে। সারাদিন ইন্টারনেটে কিছু না কিছু দেখতেই থাকে। অনেকেই পড়াশোনার কাজেও ইন্টারনেটের উপর নির্ভরশীল। সেখানে একলাফে রিচার্জের খরচ বেড়ে যাওয়ায় বিপালে যুবরাও।

দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সবজি থেকে আনাজপাতির পর এবার মাথাব্যাথা বাড়িতে অতিরিক্ত মোবাইলের রিচার্জের খরচ। সাধারণ মানুষের কথা ভেবে মোবাইল রির্চাজে করের খরচে ছার দেওয়া হোক বলেই দাবি করছেন সাধারণ গ্রাহকেরা।বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে এক বা একাধিক মোবাইল থাকায় মোবাইলে খরচে বাড়তি খরচের বোঝা চাপছে সংসারে। তবে বেসরকারি সংস্থা গুলি মুনাফা করতে গিয়ে সাধারণ মানুষকে বিপাকে ফেরার যোগান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now