এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mobile Racket মুর্শিদাবাদ থেকে মোবাইল চলে যাচ্ছে বাংলাদেশ !

Published on: October 12, 2025
Mobile Racket

Mobile Racket মুর্শিদাবাদ থেকে মোবাইল যাচ্ছে বাংলাদেশ ! চোরাই মোবাইলের নেটওয়ার্কে হটস্পট হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলা। শনিবার  বাংলাদেশ Bangladesh  পাচারে আগেই ১৪৭টি মোবাইল ফোন উদ্ধার করল ফরাক্কা জিআরপি GRP (রেল পুলিশ)। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।

Mobile Racket কোথায় থেকে গ্রেফতার ?

জিআরপি সূত্রে জানা গিয়েছে গোপনসূত্রে খবর পেয়ে শনিবার রাতে ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশনে ২ নম্বর প্লাটফর্মে দুই যুবককে আটক করা হয়। ধৃতদের কাছে থাকা ব্যাগ চেক করতেই সেই ব্যাগ থেকে উদ্ধার হয় ১৪৭টি মোবাইল ফোন জিআরপি সুত্রে জানাযায়, ধৃতদের নাম দাউদ ইব্রাহিম (২৪), তহিরুপ সেখ (২৫), বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়।

Mobile Racket Exposed Farakka Station

Mobile Racket উত্তরপ্রদেশ থেকে আপ ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনে ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশনে ২ নম্বর প্লাটফর্মে নেমে কালিয়াচক উদ্দেশ্যে যাওয়ার আগেই দাউদ ইব্রাহিম ও তহিরুপ সেখকে আটক করে ফরাক্কার জিআরপি। তাঁদের দুটো ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিআরপি মালদা ডিভিশনের ডিএসপি পারিজাত সরকার জানান, ওই মোবাইল মোবাইল গুলি মালদা কালিয়াচক হয়ে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যে নিয়ে হচ্ছিল। ধৃতরা আন্তঃরাজ্য পাচার চক্রের সাথে যুক্ত। এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে ফরাক্কা জিআরপি। রবিবার ৭দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কার জিআরপি।

আরও পড়ুনঃ Bangladeshi Arrest: মুর্শিদাবাদে বাংলাদেশি গ্রেফতার, তরজায় কংগ্রেস, বিজেপি, তৃণমূল

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now