এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Mithun Chakraborty : গৌরীকে সাথে নিয়ে জিয়াগঞ্জে ডিস্কো ডান্সার

Published on: April 25, 2024
Mithun Chakraborty

Mithun Chakraborty মুর্শিদাবাদে এবার ভোট প্রচারে  ডিস্কো ডান্সার Disco Dancer । প্রচারে মাঝে দোলালেন কোমড়ও।বৃহস্পতিবার   ভোট প্রচারে এসে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে রোড শো করলেন  অভিনেতা মিঠুন চক্রবর্তী । বৃহপ্সতিবার জিয়াগঞ্জ শহরে চলল বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষকে (Gauri Shaknar Ghosh)  নিয়ে জনসংযোগ। এদিন সকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি গৌরী শঙ্কর ঘোষ এর সমর্থনে জিয়াগঞ্জ বাগডহরা মোড় থেকে হুড খোলা গাড়িতে শুরু হয় রোড শো। প্রার্থীকে সাথে নিয়ে শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলে মিঠুনের রোড শো।

গাড়ি থেকে কখনও হাত নাড়িয়ে কখনও আবার নাচের কেরামতি দেখিয়ে   সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান মিঠুন। অভিনেতার প্রচার ঘিরে বিজেপি নেতা কর্মীরা ছিল উচ্ছ্বসি ত। ৭ই মে তৃতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। কয়েক দিন আগেই বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার তারকাকে নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now