এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Missing Migrant Worker: ট্রেনে উঠে নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

Published on: June 21, 2024
Missing Migrant Worker murshidabad

Missing Migrant Worker ঈদে বাড়ি ফেরার জন্য বেড়িয়ে নিখোঁজ মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। কেরালায় কাজ করেন সাগরপাড়ার বাসিন্দা লাল চাঁদ শেখ।

জাবেদা বিবি, নিখোঁজ শ্রমিকের মা তিনি বলেন, ‘ছেলে শনিবার কেরলে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরেছিল। কিন্তু ৭ দিন কেটে গেলেও। এখনও ফেরেনি আমার ছেলে’।

পরিবারের দাবি, শনিবার কেরালা থেকে ট্রেনে চেপেছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরেন নি এখনও। ওই শ্রমিকের বাবা জানান, আরেক ছেলেও পরিযায়ী শ্রমিক। তিনিই ট্রেনে তুলে দিয়েছিলেন লাল চাঁদকে তার পর থেকে খোঁজ নেই ছেলের।

তিনমাস আগে কেরালায় কাজে গিয়েছিলেন ওই শ্রমিক। সাত দিন খোঁজ না মেলায় উৎকন্ঠায় পরিবারের সদস্যরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now