এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Minority Murshidabad: সংখ্যালঘু উন্নয়নে ফোকাসে পিছিয়ে পড়া মুর্শিদাবাদ?

Published on: December 18, 2025
Minority Murshidabad

Minority Murshidabad এই প্রথমবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন মুর্শিদাবাদ Murshidabad  জেলার বহরমপুর শহরে পালন করল ” সংখ্যালঘু অধিকার দিবস”। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর বহরমপুরে রবীন্দ্রসদনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, রাজ্য সংখ্যালঘু কমিশনের সদস্য বিকাশ বরুয়া, অশোক তুরাখিয়া, ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন, সংখ্যালঘু কমিশনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও হাজির হন মুর্শিদাবাদ জেলাশাসক নিতীন সিংহানিয়া, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ বিশিষ্টজনেরা।

Minority Murshidabad

আরও পড়ুনঃ MGNREGA Protest: একশো দিনঃ প্রতিবাদে মুর্শিদাবাদের সাংসদরা

Minority Murshidabad রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান বলেন, মুর্শিদাবাদ যেন ভালোভাবে বিকশিত হয়। মুর্শিদাবাদের লোকেদের যেন বাইরে কাজ করতে যেতে না হয়। সংখ্যালঘু (Minority) উন্নয়ন ও বিত্ত নিগমের তরফ থেকে বলছি, বাইরে যাতে যেতে না হয় তার জন্যে সরকারের নানা ধরনের পরিকল্পনা রয়েছে। মুর্শিদাবাদ পূর্ব গৌরবে আবার ফিরে আসুক। রাজ্য সংখ্যালঘু কমিশন সদস্য বিকাশ বরুয়া বলেন, আপনাদের কোনও সমস্যা থাকলে সংখ্যালঘু কমিশনকে জানান। আমরা আপনাদের পাশে আছি।

সংখ্যালঘুদের অধিকার নিয়ে কী ভাবছে রাজ্য সংখ্যালঘু কমিশন?

Minority Murshidabad আহমেদ হাসান ইমরান, তখন শিল্পের বিনিয়োগ খুব বেশি ছিল না। এখন ধীরে ধীরে গড়ে উঠছে। আমরা চাই মুর্শিদাবাদ যেন ভালোভাবে বিকশিত হয়।

Minority Murshidabad সারা রাজ্যে বেছে নেওয়া হল মুর্শিদাবাদকে, সভা নিয়ে কী বললেন জেলা পরিষদের সভাধিপতি? কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হল সভায়? জেলায় সংখ্যালঘু উন্নয়নে কোন প্রস্তাব কি উঠে এল?

Minority Murshidabad সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, সতর্ক থাকতে হবে। যারা সমাজের বাইরে গিয়ে পদক্ষেপ করছে সেক্ষেত্রে আমরা সংখ্যালঘুরা যেন ব্যবহার না হই। সেই নিয়ে আমাদের বার্তা ছিল। সমাজের যারা সিনিয়র ছিলেন তাঁদের কোনও প্রস্তাব থাকলে তা যাতে এই অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসে, কিন্তু তেমন কোনও বার্তা উঠে আসেনি। তবে জেলার অনেকে জানিয়েছেন, আমরা মানুষের জন্যে কাজ করি, সমাজ বিরোধী কাজ করি না, যেটা আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now