‘সংহতি দিবসে’ বড় জমায়েতের লক্ষ্যে মুর্শিদাবাদে বৈঠক সংখ্যালঘু নেতা মোশারফের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ তৃণমূল ডিসেম্বরের ৬ তারিখ  ‘সংহতি দিবস’ উদযাপন করবে কলকাতায়। সেই উপলক্ষে জেলা নেতাদের সঙ্গে আলোচনার জন্য দলের জেলা কার্যালয়ে বহরমপুরে এক সাংগঠনিক বৈঠকে রবিবার উপস্থিত ছিলেন রাজ্যের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন। সেই বৈঠকে মোশারফ বিজেপি সহ রাজ্যের বিরোধী দলকে একযোগে আক্রমণ করেন। আগামী দিনে বিজেপি, বিরোধী দলের তকমাও হারাবে বলে এদিন দাবি করেন তিনি।

জঙ্গিপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছেন মোশারফ।

বাবরি মসজিদ ধবংসের দিন তৃণমূল শহীদ মিনারে এই সংহতি দিবস পালন করবে। সেদিন বিরাট জমায়েতের লক্ষ্য স্থির করেছে দল। সেদিকে লক্ষ্য রেখেই এদিনের প্রস্তুতি সভায় জেলা নেতাদের  মুর্শিদাবাদ  থেকে বড় সংখ্যক কর্মী সমর্থকদের হাজির করার নির্দেশ দিয়েছেন মোশারফ।

সন্ধ্যায় বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠকের আগে দুপুরে দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন মোশারফ। সেই বৈঠকে অবশ্য চেয়ারম্যান জাকির হোসেন  অনুপস্থিত ছিলেন।