এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad Migrant Workers Bangalore: মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদের সেই পরিযায়ীদের পরিবারগুলিকে সাহায্যে মন্ত্রী

Published on: October 14, 2025
Murshidabad Migrant Workers Bangalore:

ব্যাঙ্গালোরে অগ্নিদগ্ধ হয়েছিলেন মুর্শিদাবাদের সাত শ্রমিক

নিজস্ব প্রতিবেদনঃ গত ছয় অক্টোবর রাতে ব্যাঙ্গালোরে ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়েছিলেন মুর্শিদাবাদের (Murshidabad) সাত পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। পরে সেখানকার হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। রোজগেরে যুবকদের হারিয়ে দিশাহীন পরিবারগুলি। এক লহমায় প্রিয়জনকে খুইয়ে শোচনীয় পরিস্থিতির মধ্যে ওই শ্রমিকদের পরিবার। ওই শ্রমিকদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বানার্জির নির্দেশে সাত জন শ্রমিকের পরিবারের হাতে আজ, মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য তুলে দেবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস।
Murshidabad Migrant Workers Bangalore মঙ্গলবার বিকেলে ৩টে নাগাদ বহরমপুরে সার্কিট হাউসে আসার কথা দমকল মন্ত্রীর। সেখান থেকে ৩ টে ৪৫ মিনিটে বহরমপুর ব্লকের রাজধারপাড়া গ্রাম পঞ্চায়েতে যাবেন। সেখান থেকে ৪ টে ৪৫ মিনিটে মুর্শিদাবাদ – জিয়াগঞ্জ ব্লকের নতুনগ্রাম যাবেন। এরপর হরিহরপাড়া ব্লকের খিদির পুর গ্রাম পঞ্চায়েত যাবেন বিকেল সাড়ে ৫ টা নাগাদ।

Murshidabad Migrant Workers

আরও পড়ুনঃ Humayun Kabir : ভরতপুরে হেরে গেলেন হুমায়ুন কবির !

Murshidabad Migrant Workers Bangalore জানা গিয়েছে, গাসসিলিন্ডার ফেটে ওই দুর্ঘটনা ঘটে। তাঁদের সাহায্যের জন্য কম বেশি সব রাজনৈতিক দলের তৎপরতা লক্ষ্য করা যায়। তবে ওই পরিবারগুলির অনেকেই জানিয়েছেন, আর কাওকে পরিযায়ী শ্রমিক হয়ে যেন কাজ করতে না হয়। পরিযায়ীদের জীবনে সুরক্ষা কোথায়। বহরমপুরের নাগরাজোল ও হরিহরপাড়ার খিদিরপুর শোকস্তব্ধ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now