এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Murshidabad News : ‘বিরোধীদের মাথার গণ্ডগোল আছে’, সাগরদিঘিতে আমাদের পাড়া শিবিরে বললেন মন্ত্রী জাভেদ

Published on: September 11, 2025

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধীদের অভিযোগ, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ Amader Para Amader Samadhan শিবিরে গ্রাম পঞ্চায়েত নেতৃত্ব ছড়ি ঘোরাচ্ছে। অভিযোগ, তাঁরা ঠিক করে দিচ্ছেন কোন রাস্তার কাজ আগে হবে। এই বিষয়ে বিরোধীদের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান Javed Khan। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে এই শিবির ঘুরে দেখেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মূর্খরা এসব বলছেন। কিছু জানেন না। তাহলে এই শিবির করবার দরকার ছিল না। বাড়িতে বসে আমরা সব সমাধান করে দিতাম। আমি কলকাতা থেকে এসে এখানকার বাসিন্দাদের বলছি, আপনাদের সমস্যা আপনারা লিপিবদ্ধ করবেন। ঠিক করবেন কোন কাজটা প্রথম হবে। কোনটা দুই নম্বরে হবে। তাঁরা এটা বললে আমার মনে হয় মাথার গণ্ডগোল আছে বলে বলছেন।

Amader Para Amader Samadhan

Murshidabad News এদিন ওই অনুষ্ঠানে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বলেন, আমরা সাধারণ মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়েছি। এখানে বিধায়ক, মন্ত্রীর কোনও বিষয় নেই। তাঁরা যেভাবে চাইবেন টাকা খরচ করতে পারবেন। বুধবার সুতিতে মন্ত্রী জাভেদ খান ও বিদ্যুত প্রতিমন্ত্রী আখ্রুজ্জামানের সামনে অনেকেই বিভিন্ন না পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। সুতির এক ক্যান্সার আক্রান্ত রোগী আদিরা বিবি চিকিৎসার জন্যে প্রতিমন্ত্রী আখ্রুজ্জামানের দ্বারস্থ হন। তিনি রোগীকে চিকিৎসার মৌখিক আশ্বাস দেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now