Mini Bank জমানো টাকা না পাওয়ায় সমবায় সমিতির মিনি ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হল সাগরপাড়ায়। গ্রাহকদের অভিযোগ সমবায় সমিতি কতৃপক্ষ টাকার জন্য বারংবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু টাকা মিলছে না। যদিও অভিযোগ মানতে নারাজ ব্যাঙ্ক কতৃপক্ষ । দীর্ঘদিন ধরেই দেবীপুরে চলছে লক্ষীনারায়ণ পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মিনি ব্যাঙ্ক। গ্রাহকদের অভিযোগ তারা কেউ ফিক্সডিপোজিট করেছিলেন টাকা, কেউ আবার নিজেদের উপার্জনের টাকা এই ব্যাঙ্কে জমা করেছিলেন। তবে ফিক্সডিপোজিট টাকা তোলায় মেয়াদ পেড়িয়ে গেলেও সেটা টাকা মিলছে না। বারংবার ব্যাঙ্কে গেলেও সেই টাকা তারা পাচ্ছেন না। এরই প্রতিবাদে বৃহস্পতিবার মিনি ব্যাঙ্কে তালিয়ে বুঝিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকেরা।
এই সমবায় সমিতির মিনি ব্যাঙ্কে গ্রাহক রয়েছেন বহু মানুষ। অনেকেরই এইভাবে টাকা আটক রয়েছে। যদিও টাকা আটকে থাকার অভিযোগ মেনে নিয়েছেন ব্যাঙ্ক কতৃপক্ষ । ব্যাঙ্ক ম্যানেজার লোকেশ চন্দ্র দাসের দাবি, গ্রাহকদের কাছ থেকেও মোটা অংকের টাকা বকেয়া রয়েছে। সেই টাকা পেলে প্রাপ্য টাকা দিতে দেওয়া যাবে। টাকা পরিষোধের আশ্বাসও দিয়েছেন।