এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Migrant Workers:  চেন্নাই থেকে সাগরদিঘিতে এল ভয়ঙ্কর খবর

Published on: May 14, 2024
Migrant Workers

Migrant Workers: চেন্নাই গিয়েছিলেন জীবীকার সন্ধানে। কিন্তু  সাগরদিঘির হায়াতপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের বাড়িতে সোমবার রাতে এল ভয়ঙ্কর খবর।

চেন্নাইয়ে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে  মুর্শিদাবাদের সাগরদিঘির হায়াতপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের । সোমবার রাতে মৃত্যু সংবাদ বাড়িতে আসে। জানা গিয়েছে সাগরদিঘির Sagardighi  হায়াতপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ছয় মাস আগে চেন্নাইয়ে Chennai  রাজমিস্ত্রীর কাজে যান তিনি। সোমবার কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন  রফিকুল ইসলাম। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তাঁর । মৃতের বাবা নুরবক্ত সেখ জানান, “ রাত ৮.৩০ নাগাদ আমরা খবর পেলাম আমার ছেলে মারা গিয়েছে। কী করে হল কিছুই জানিনা” । রফিকুল বাড়ির বড় ছেলে ছিলেন । এছাড়াও আরও দুই ভাই আছেন। রফিকুল ইসলামের তিন ছেলে মেয়ে রয়েছে । তিন জনই নাবালক।

 

কীভাবে এই অভাবের সংসার চলবে সেই চিন্তায় পরিবার। মৃতের ভাই জানান, ‘আজ অনেক মাস হল চেন্নাইয়ে কাজ করছে আমার ভাই। প্রায় যাওয়া আসা করে। যদি বাংলায় ঠিক মতন কাজের জায়গা থাকত। তাহলে আমার ভাইকে বাইরে যেতে হত না’। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now