মুর্শিদাবাদ জেলা পুলিসের উদ্যোগে পরিযায়ীদের ঘরে ফেরা
নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা চলছেই। উত্তর প্রদেশেও আটকে ছিলেন অনেক পরিযায়ী শ্রমিক Migrant Labour। মুর্শিদাবাদ জেলা পুলিসের সক্রিয়তায় তাঁরা বাড়ি ফিরতে পারলেন। এতো হৈ চৈ এর পরেও বাঙালিদের হেনস্থা বন্ধ হচ্ছে না। ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। অভিযোগ তোলা হচ্ছে, ওই সব পরিযায়ী শ্রমিকদের বৈধ নথি নেই। এর আগে বাংলাদেশে পাঠানোর চেষ্টাও হয়েছে। একের পর এক রাজ্যে এই ধরনের হেনস্থার খবর সামনে এসেছে। জানা গিয়েছে, রবিবার ১৮ জনকে উত্তর প্রদেশ থেকে মুর্শিদাবাদে Murshidabad ফেরত আনা হয়েছে।
Murshidabad News: বহরমপুর থানা এলাকার ১৫ জন ও শক্তিপুরের ৩ জন হকারকে বাংলাদেশি সন্দেহে আটক করার অভিযোগ ওঠে। উত্তর প্রদেশের নগর থানার পুলিস এই আটক করে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ Porijyi Shromik Oikyo Manch মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও পুলিসের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিসের পক্ষ থেকে উত্তর প্রদেশ পুলিসকে তাঁদের বিষয়ে তথ্য দেওয়া হয়।
উল্লেখ্য, পরিযায়ী শ্রমিকদের জন্যে রাজ্য সরকার শ্রমশ্রী পোর্টাল চালু করেছে। কাজ ছেড়ে ফিরলে ভাতার ঘোষণাও হয়েছে।