Migrant Workers : ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের দেহ ফেরাতে চাঁদা তুলছেন গ্রামবাসীরা। হরিহরপাড়ার ভবানীপুর এলাকায় রাস্তা ও বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলছেন প্রতিবেশীরা। ভবানীপুরের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মুন্তাজ সেখ প্রায় আড়াই মাস আগে ইন্দোরে রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন । সেখানে রাজমিস্ত্রী হিসেবে কাজ করছিলেন তিনি।
মঙ্গলবার ভোরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা। হতদরিদ্র পরিবারের একমাত্র রোজ গেরে ছিলেন মুন্তাজ সেখ। যেখানে সংসার চালানোয় দায় সেখানে ভিন রাজ্য থেকে দেহ ফেরানোর পয়সা কোথায় মিলবে। এনিয়ে চিন্তায় পরিবার।
দেহ ফেরাতে গ্রামবাসীরা এগিয়ে এসেছেন। রাস্তায় পথচারীদের কাছ থেকে অর্থ সাহায্যের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে দেহ ফেরাতে উদ্যোগী হয়েছেন এলাকার বাসিন্দারাই। হতদরিদ্র পরিবারে স্ত্রী ও কন্যা সন্তানের কী হবে ? গৃহকর্তার মৃত্যুতে এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে গোটা পরিবার।