Migrant Workers মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, ”৩১ লক্ষ ৭৭ হাজার ঘরে ফেরা শ্রমিককে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। তাঁদের কর্মশ্রী ও শ্রমশ্রী প্রকল্পেও যুক্ত করেছি।”
Migrant Workers মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় এখানকার লক্ষ-লক্ষ শ্রমিক ঝুঁকির পরিযান করছেন। সূত্রে খবর, এই জেলায় এখনও পর্যন্ত একজন শ্রমিকও টাকা পায়নি। তাঁরা অপেক্ষায় দিন গুনছেন।
এদিকে, ৬৯ জন পরিযায়ী শ্রমিক (Migrant Worker) প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পেতে চলেছেন। একইসঙ্গে এককালীন ৫ হাজার টাকা করে পাচ্ছেন ১৯৪২ জন। এই বিষয়ে অনুমোদন মিলেছে। বুধবার জেলা প্রশাসন সূত্রে এই খবর জানা গিয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এক্ষেত্রে সব জেলার মধ্যে এগিয়ে মুর্শিদাবাদ। এটাই সর্বোচ্চ।
Migrant Workers এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এদিন জানান, তথ্য যাচাই প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার পর দেওয়া হবে। ‘ভিক্টিমরা’ সবাই পাবেন।
Migrant Workers হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিক সামিম খান বলেন, সৌদি সহ বিভিন্ন দেশে গিয়ে তাঁরা হেনস্তার শিকার হয়ে ফিরে আসছেন। অনেক সময় আটকে থাকছেন। সম্প্রতি ওমান থেকে ১১ জনকে অনেক কাঠখড় পুড়িয়ে ফিরিয়ে আনতে হয়েছে।
আরও পড়ুনঃ Migrant Workers: ৩১ লক্ষ পরিযায়ী শ্রমিক ৫ হাজার পাচ্ছেনঃ মুখ্যমন্ত্রী
Migrant Workers পরিযায়ী শ্রমিক ঐক্য ও কর্ণসুবর্ণ ওয়েল ফেয়ার সোসাইটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই জেলায় কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন। অন্তত ১৩ থেকে ১৪ লক্ষ শ্রমিক রয়েছেন। যারা ভিন রাজ্যে ও ভিন দেশে রয়েছেন।
Migrant Workers বিশেষ করে ভিন রাজ্যে শ্রমিকদের হেনস্তার ঘটনা একের পর এক সামনে আসার শ্রমিকদের রাজ্যে ফিরে এলে কাজ দেওয়ার জন্যে সরকারি উদ্যোগের ঘোষণা হয়। সেই সময় জানানো হয়েছিল ৫ হাজার টাকা দেওয়া হবে।
Migrant Workers কর্ণ সুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মতিউর রহমান বুধবার বলেন, দেশের বাইরে যাঁদের মৃত্যু হয় তাঁরাও যাতে মৃত্যু হলে ২ লাখ ও আহত হলে ৫০ হাজার টাকা করে পান তা হওয়া উচিত। বাইরে থেকে যখন দেহ নিয়ে আসি পরিবার কোনও টাকা পায় না। সমব্যথী প্রকল্পে আড়াই লক্ষ টাকা দেওয়া হয়। সেক্ষেত্রে এঁদের অন্তর্ভুক্ত করা হোক।














