Migrant Workers পরিযায়ী শ্রমিকদের নিয়ে লড়াইয়ের ডাক মুর্শিদাবাদে

Published By: Imagine Desk | Published On:

Migrant Workers ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, হেনস্থার অভিযোগ উঠেছে। ভিন রাজ্যে কাজে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের মধ্যে বড় অংশই মুর্শিদাবাদের Murshidabad District । এবার মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের ইস্যুতে লড়াইয়ের বার্তা নিয়ে ময়দানে নামতে দেখা গেল ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নকে। সিটুর CITU  এই সংগঠনের সঙ্গেই বুধবার বহরমপুরে ডিএম অফিস অভিযানের ডাক দিয়েছিল ডিওয়াইএফআই, খেতমজুর ইউনিয়ন।

Migrant Workers বেলা ৩ টে নাগাদ বহরমপুরে  সিটু অফিস চত্বর থেকে মিছিল শুরু হয়।  বাস স্ট্যান্ড, গির্জার মোড় হয়ে টেক্সটাইল মোড়ে আসে মিছিল।  চৌতারার সামনে বিশাল পুলিশ বাহিনী মিছিলের পথ আটকায়।   বৃষ্টির মধ্যে কার্যত পুলিশের গার্ডরোল সরিয়ে   ডিএম অফিস অভিযানের উদ্দ্যেশ্যে ভিড় এগিয়ে আসে। পুলিশের গার্ডরোল রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিন টেক্সটাইল মোড়ে বাঁশ বেঁধে বিশাল ব্যারিকেড গড়েছিল পুলিশ। সেই ব্যারিকেডের সামনে কার্যত মানবপ্রচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন পুলিশ কর্মীরা। মিছিলের নেতাদের সঙ্গে এদিন পুলিশের ধস্তাধবস্তিও হতে দেখা যায়।  স্লোগান দিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন সংগঠনের নেতা, কর্মী, সদস্যরা। এরপরে  টেক্সটাইল মোড়ে হয় বিক্ষোভ সভা।

Migrant Workers -এই ইস্যু নিয়ে আগে তৃণমূল, কংগ্রেস বহরমপুরে রাস্তায় নেমেছে। তবে এই ধরণের বিক্ষোভ কর্মসূচী নেয় নি কোনও দলই।

Migrant Workers বিক্ষোভ সভা থেকে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের জেলা সম্পাদক কামাল হোসেন বলেছেন, বিজেপি -আরএসএস’এর নির্দেশে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে। এটা আটকাতে হবে। রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী এসব দেখে শুধু ভাষণই দিচ্ছেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তো কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তাঁর আরও দাবী, রাজ্যে গ্রামে শহরে কোথাও কাজ নেই। তাই ঝুঁকি নিয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে শ্রমিকদের। সরকার মুখে প্রকল্পের কোথা বললেও সরকারি প্রকল্পের সুবিধা পরিযায়ী শ্রমিকরা পাচ্ছেন না। শ্রমিকদের নিয়ে এলাকায় এলাকায় আন্দোলন তৈরি করা হবে বলেও দাবী করেছেন তিনি।