এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Migrant Workers: ওড়িশায় হেনস্তা, ফিরলেন চার শ্রমিক, কমিশনে অভিযোগ

Published on: December 3, 2025
Migrant Workers

Migrant Workers কলকাতা ফিরলেন ওড়িশায় আক্রান্ত হওয়া চার পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। বুধবার সকালে তাঁরা ফিরেছেন। ওই শ্রমিকরা হলেন, মুর্শিদাবাদের (Murshidabad) বাসিন্দা সাহেব শেখ, সামেদ শেখ, রশিদ শেখ, আব্দুস সালাম। অভিযোগ, গত ২৪ নভেম্বর ওডাগাওয়ে পুলিস তাঁদের উপর অত্যাচার করে। থানায় ডেকে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের ওড়িশা ছাড়তে বলে। তাঁরা ওড়িশায় ফেরিওয়ালা ছিলেন। সম্প্রতি ওড়িশায় একের পর এক পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।

আরও পড়ুনঃ Mamata Meeting Berhampore মুখ্যমন্ত্রীর বহরমপুরের জনসভা আধ ঘণ্টা এগিয়ে এল

Migrant Workers এদিকে এই ঘটনা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সংখ্যালঘু কমিশন,  জাতীয় মানবাধিকার কমিশনে (National Human Rights Commission) অভিযোগ জানাল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। ওই মঞ্চের সম্পাদক আসিফ ফারুক এদিন জানান, বাংলা ভাষার প্রতি বিদ্বেষের কারণে এই ঘটনা ঘটছে বলে বুঝতে পারছি। সম্প্রতি শতাধিক আক্রান্ত হয়েছেন ওড়িশায়। গত সপ্তাহে মুর্শিদাবাদে সাগরপাড়া থানা এলাকার রুহুল ইসলামের উপর ওড়িশায় ‘মব অ্যাটাক’ হয়েছে। এই সব বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছি।

Migrant Workers জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ

Migrant Workers তিনি জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগে লিখেছেন, বাংলাভাষী সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।
যা করা হচ্ছে তা অসাংবিধানিক, মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। এটা শুধু তাঁদের উপর আক্রমণ নয়। যারা জীবনযাত্রার জন্যে বাইরের রাজ্যে রয়েছেন তাঁদের উপরও আঘাত। ভয়ের পরিবেশ তৈরি করছে। জাতীয় মানবাধিকার কমিশনের কাছে তদন্তের দাবি জানানো হয়েছে। তাঁর পরিবারের জন্যে আর্থিক সাহায্য, মানসিক সুস্বাস্থ্যের পুনর্বাসনের বিষয়টি দেখতেও আবেদন করা হয়েছে। বিচার ও মানবাধিকারের জন্যে আবেদন জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now