Migrant Workers আগেই ঘোষণা ছিল। কত জন পরিযায়ী শ্রমিক (Migrant Workers) সেই টাকা পাবেন বা পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন ছিল। সেই সংখ্যা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সরকারের উন্নয়নের খতিয়ান পেশ করার সময় মঙ্গলবার বলেন, ”৩১ লক্ষ ৭৭ হাজার ঘরে ফেরা পরিযায়ী শ্রমিক যাদের মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে, হেনস্তা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, অনেককে ভারতীয় হওয়া সত্ত্বেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ৩১ লক্ষ ৭৭ হাজার ঘরে ফেরা শ্রমিককে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। তাঁদের কর্মশ্রী ও শ্রমশ্রী প্রকল্পেও যুক্ত করেছি।”
Migrant Workers সেই বিষয়ে এদিন পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সম্পাদক আসিফ ফারুক বলেন, প্রত্যেক পরিযায়ী ঘরে ফেরা মানুষ সবাই যেন এই সহায়তা পান। এটাই আমি চাই। জেলা প্রশাসন সূত্রে খবর, তালিকায় যারা সুবিধা ইতিমধ্যে পেয়েছেন তার বাইরেও আরও অনেকের নাম পাঠানো হচ্ছে। তবে একটি অংশের বক্তব্য, তাহলে কত সংখ্যায় পরিযায়ী শ্রমিক রয়েছেন রাজ্যে তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ এর আগে গত ২০ জানুয়ারি লালবাগে নবাব বাহাদুর হাইস্কুলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যে ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন। পরে তা কমে ২২ লক্ষ শোনা গিয়েছিল। এখন বলছেন ৩১ লক্ষ ৭৭ হাজার জন। এই হিসেব নিয়েই ধন্দ তৈরি হয়েছে।
Migrant Workers ওয়েস্ট বেঙ্গল মাইগ্র্যান্ট ওয়ার্কার সংগঠনের জেলা সম্পাদক কামাল হোসেন বলেন, মুখ্যমন্ত্রী ৩১ লক্ষ ৭৭ হাজার শ্রমিক বাইরে থেকে ফিরে এসেছেন এই তথ্য কোথায় পেলেন? ভুয়ো নাম এন্ট্রি হয়ে আছে। তৃণমূলের নেতা, প্রধানদের আত্মীয়দের নাম নথিভুক্ত হয়ে আছে। এদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্যে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কর্মতীর্থে নাম নথিভুক্ত করার তথ্য দিয়েছেন।
এই বিষয়ে আইএনটিটিইউসির জেলা সভাপতি বাপি সরকারকে ফোন করা হলে এদিন তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের ১২ মাস এই ৫ হাজার টাকা করে দেওয়া হবে। বাইরে থেকে ফেরা যে কোনও শ্রমিক এর জন্যে আবেদন করতে পারেন। কান্দি ব্লকে সাড়ে ৪ থেকে ৫ হাজার জনের রেজিস্ট্রেশন হয়েছে। প্রায় ১০ হাজার জনের রেজিস্ট্রেশন হবে।















