Migrant Workers বহরমপুরের ৬ শ্রমিকের ব্যাঙ্গালোরে একি পরিণতি

Published By: Anirban Dey | Published On:

Migrant Workers বহরমপুর থানার ৬ যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে Bengaluru । সেখানে ভয়ঙ্কর পরিণতি হল বহরমপুর থানা এলাকার বাসিন্দা ৬ পরিযায়ী শ্রমিকের। জানা যায়, সোমবার সন্ধ্যায় কাজ সেরে ঘরে ফেরেন সকলে। ব্যাঙ্গালোরের বীর দি কারামানি এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন ওই শ্রমিকরা। জানা গিয়েছে, রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আহতদের নামঃ মিণারুল সেখ, জাইবুর সেখ, তাজিবুল সেখ, হাসান মল্লিক, নুর জামাল সেখ, সফিজুল সেখ। সকলেই বহরমপুর থানার BERHAMPORE PS  নাগড়াজোল গ্রামের পাঁচপীর তলা গ্রামের বাসিন্দা।

Migrant Workers বহরমপুরের ওই ৬ জন পরিযায়ী শ্রমিক বহরমপুর থানার নগড়াজোল গ্রামের বাসিন্দা।  ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে ৬ জনের চিকিৎসা চলছে । ব্যাঙ্গালোরের  উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্রমিকদের পরিবারের এক সদস্যও। এক  শ্রমিকের বাবা জানান , ভোর ৩ টেয় ফোন আসে জানা যায় আগুনে পুড়ে গিয়েছেন ৬ জন।  উৎকন্ঠায় শ্রমিকদের পরিবার।

আরও পড়ুনঃ Migrant Workers মুর্শিদাবাদের ৫৫ পরিযায়ী উৎসবেও আটকে সৌদি আরবে

 

See also  সুতিতে লকডাউন অমান্যকারীদের আটক করল পুলিশ